ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু

  • আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোর সংবাদদাতা : বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহাকবীর জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে মধুমেলা।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর মেলা বন্ধ ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী ও দেশপ্রেমিক কবি। তিনি সমাজ ও পরিবারের সমর্থন না পেলেও নিজেকে এগিয়ে নিয়েছেন। নানা প্রতিকূলতার মাঝেও নিজের চেতনাকে বিকশিত করেছেন। তার চেতনা আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে এবং জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে এ দেশ কখনেও তার পথ হারাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু

আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

যশোর সংবাদদাতা : বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহাকবীর জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে মধুমেলা।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর মেলা বন্ধ ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী ও দেশপ্রেমিক কবি। তিনি সমাজ ও পরিবারের সমর্থন না পেলেও নিজেকে এগিয়ে নিয়েছেন। নানা প্রতিকূলতার মাঝেও নিজের চেতনাকে বিকশিত করেছেন। তার চেতনা আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে এবং জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে এ দেশ কখনেও তার পথ হারাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন।