ক্রীড়া ডেস্ক : প্রিয় ফুটবলার ও অতি পছন্দের তারকা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ। সাকিব আল হাসান উদ্বেলিত, উচ্ছ্বসিত। ফুটবল বিশ্বকাপ ফাইনালের দিন সকালেই শেষ হয়েছিল চট্টগ্রাম টেস্ট। টেস্টে হারের পর বিমর্ষ থাকারই কথা সাকিবের। তবে প্রিয় দলের জয়ে কি করে বসে থাকেন! বিকালের ফ্লাইটে ঢাকা এসে ফাইনাল দেখে আর্জেন্টিনার বিজয়ের পরপরই মাঝরাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। মঙ্গলবার প্র্যাকটিসেও এসেছিলেন আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে। প্রিয় ফুটবলার মেসির ১০ নম্বর জার্সি পরে পুরোটা সময় অনুশীলন করেছেন বাংলাদেশ অধিনায়ক।ঢাকা টেস্টের আগের দিন শেষ প্র্যাকটিস সেশনে সাকিব কি গায়ে চাপিয়ে শেরে বাংলায় প্র্যাকটিসে আসেন, সেটাই ছিল দেখার বিষয়। কিন্তু বুধবার সকাল ৯টায় যখন টিম বাংলাদেশ হোম অব ক্রিকেটে প্র্যাকটিস শুরু করলো, তখন সাকিবের দেখাই মিললো না। কি করে মিলবে? বাংলাদেশ ক্যাপ্টেন তো শেষ টেস্টের আগে বুধবার প্র্যাকটিসই করেননি। ফটো সাংবাদিক আর টিভি ক্যামেরা ক্রুরা ক্যামেরা তাক করে দাঁড়িয়েছিলেন। তারাও কেউ বলতে পারলেন না, টিম বাসে করে সাকিব মাঠে এসেছেন কিনা। কেউ দেখেননি। তবে পরে গাড়িতে চেপে এসে ড্রেসিংরুমে বসে টিম ম্যানেজমেন্টের সঙ্গে টেস্ট নিয়ে সাকিব আলাপ-আলোচনা করার কথা। এর আগেও অনুশীলনে অনুপস্থিত সাকিবকে এমনটা করতে দেখা গেছে। এখন কথা হলো, ঢাকা টেস্টের আগের দিন অধিনায়ক অনুশীলনে নেই। ব্যাকআপ স্পিনার হিসেবে স্কোয়াডে আরেক বাঁহতি নাসুম আহমেদ। তবে কি সাকিব শেষ টেস্টে খেলবেন না? কিংবা খেললেও চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো বোলিং করবেন না? শুধু ব্যাটার আর ক্যাপ্টেন হিসেবেই খেলবেন সাকিব? মিডিয়ায় নানা কথা, গুঞ্জন, ফিসফাস। এদিকে অনুশীলন না করা বাংলাদেশ অধিনায়ক মিডিয়ার সামনে নির্ধারিত প্রেস কনফারেন্সেও আসলেন না। তাতে সন্দেহ আরও দানা বেঁধে উঠলো। তবে সব সংশয়-সন্দেহ দূর করলেন অধিনায়ক সাকিব আর হেড কোচ রাসেল ডোমিঙ্গোর জায়গায় প্রেস মিটে আসা অ্যালান ডোনাল্ড। ঢাকা টেস্টের ২২ ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেস বোলিং কোচ জানিয়ে দিলেন, ‘সাকিব ঠিক আছে। কাল খেলবে। আশা করছি বোলিংও করবে। ডোনাল্ড যোগ করেন, ‘সাকিব যেহেতু খেলবে, তাই বোলিং কম্বিনেশনেও কোনো বদল ঘটবে না। সম্ভবত আমরা চট্টগ্রামের মতো এখানেও (শেরে বাংলায়) দুই পেসার আর তিন স্পিনার নিয়ে মাঠে নামবো। পেসার কোটায় খালেদের সাথে যুক্ত হবে তাসকিন। সে এখন সম্পূর্ণ ফিট। আশা করি এ টেস্টে সে খেলবে।’
জনপ্রিয় সংবাদ