প্রযুক্তি ডেস্ক : ক্রিকেটে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান মাঠের মতোই কর্পোরেট জগতেও সেরা হতে চান। ইতিমধ্যে রেস্তোরাঁ, কৃষি খামার, ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। এবার তিনি ই-কমার্স ব্যবসায় ব্যবসা শুরু করলেন। ২১ জানুয়ারি চালু হয়েছে সাকিবের নতুন ই-কমার্স প্লাটফর্ম মোনাক মার্ট (যঃঃঢ়ং://সড়হধৎপযসধৎঃ.পড়স)।
মোনার্ক মার্টের প্রচার-প্রচারণা চলছে এখন। প্রচারণা অংশ নিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। যিনি বাংলাদেশের ক্রিকেট টিম ফরচুন বরিশালের খেলোয়ার। ক্রিস গেইল মোনার্ক মার্টের প্রচারণার অংশ হিসেবে এক ভিডিও বার্তায় বলেন, মোনার্ক মার্ট বাংলাদেশে নিয়ে আসছে ই-কমার্স। সাধ্যের মধ্যে কেনাকাটা হবে মোনার্ক মার্টে। মোনার্ক মার্ট বিশ্বস্ততার আরেক নাম-মোনার্ক মার্টে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য এবং গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, প্লেসেট, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র বিক্রি করছে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে মূল্যছাড় চলছে। থাকছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা। ফরচুন বরিশালের অফিসিয়াল জার্সি মোনার্ক মাটে ২০% ডিসকাউন্টে বিক্রি হচ্চে।
যে কেউ সহজেই অ্যাকাউন্ট খুলে মোনার্ক মার্ট থেকে কেনাকাটা করতে পারছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে তারা। এতে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যুক্ত হবে। যেখানে থাকবে না গ্রাহকের কোনো ভোগান্তি। মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি।
সাকিবের মোনার্ক মার্টের প্রচারণায় ক্রিস গেইল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ