ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সাকিবের দৃষ্টিতে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার যারা

  • আপডেট সময় : ০৪:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে সেরা ফিনিশারের নাম বললে সবার আগে আসবে নাসির হোসেনের নাম। কিন্তু ক্যারিয়ারকে খুব বেশি লম্বা করতে পারেননি তিনি। নাসিরের মতো আরেক ক্রিকেটার সাব্বির রহমানও দারুণ সম্ভাবনা নিয়ে এসেছিলেন। সময়ের স্রোতে তিনিও ছিটকে গেছেন। এর বাইরে ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনও নিজেদের থিতু করতে পারেননি। সাকিবের দৃষ্টিতে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার হচ্ছেন তারা।
আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজ থেকে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তার কাছে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম জানতে চাওয়া হয়। উত্তরে সাকিব বলেছেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক…। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারতো।’
সাকিব মনে করেন, বাস্তবতার কারণেই সব খেলোয়াড় সমান সুযোগ পাবে না, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’ এই সুযোগের ক্ষেত্রে নির্বাচকদের আস্থার একটি বিষয়ও জড়িত উল্লেখ করেছেন সাকিব, ‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাকিবের দৃষ্টিতে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার যারা

আপডেট সময় : ০৪:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে সেরা ফিনিশারের নাম বললে সবার আগে আসবে নাসির হোসেনের নাম। কিন্তু ক্যারিয়ারকে খুব বেশি লম্বা করতে পারেননি তিনি। নাসিরের মতো আরেক ক্রিকেটার সাব্বির রহমানও দারুণ সম্ভাবনা নিয়ে এসেছিলেন। সময়ের স্রোতে তিনিও ছিটকে গেছেন। এর বাইরে ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনও নিজেদের থিতু করতে পারেননি। সাকিবের দৃষ্টিতে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার হচ্ছেন তারা।
আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজ থেকে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তার কাছে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম জানতে চাওয়া হয়। উত্তরে সাকিব বলেছেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক…। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারতো।’
সাকিব মনে করেন, বাস্তবতার কারণেই সব খেলোয়াড় সমান সুযোগ পাবে না, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’ এই সুযোগের ক্ষেত্রে নির্বাচকদের আস্থার একটি বিষয়ও জড়িত উল্লেখ করেছেন সাকিব, ‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’