ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সাকিবের খেলা হচ্ছে না আফগানিস্তান সিরিজে

  • আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেননি সাকিব আল হাসানের। ফলে হয়তো কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল সাদা জার্সিতে সাকিবের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের আর ফেরা হয়নি। সাকিব এখন শুধু বাংলাদেশের হয়ে ওয়ানডেতেই নিজের খেলার দরজা খোলা রেখেছেন। এই ফরম্যাটে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ইতি টানবেন বলে জানিয়েছেন। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ী মাত্র ৬টি ওয়ানডে খেলবে। তা শুরু হবে আফগান সিরিজ দিয়ে। যেখানে সাকিবকে ছাড়ায় খেলবে টাইগাররা। চট্টগ্রামে বাংলাদেশ দলের টেস্ট দেখতে এসে এমনটাই নিশ্চিত করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বলেছেন, অলরাউন্ডার সাকিব আল হাসান অনুশীলনের বাইরে থাকায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করতে পারেন। তিনি বলেন, সাকিব সম্ভবত পরবর্তী সিরিজ (আফগানিস্তানের বিপক্ষে) মিস করতে পারেন কারণ তিনি কিছু সময়ের জন্য অনুশীলনের বাইরে রয়েছেন এবং সম্ভবত তার আবার দলবদ্ধ হতে কিছতা সময় লাগবে। সবকিছু বিবেচনায় নিলে মনে হচ্ছে তিনি আফগানিস্তান সফর মিস করবেন।
শারজাহতে ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর বাকি দুই ওয়ানডে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাকিবের খেলা হচ্ছে না আফগানিস্তান সিরিজে

আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক: দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেননি সাকিব আল হাসানের। ফলে হয়তো কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল সাদা জার্সিতে সাকিবের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের আর ফেরা হয়নি। সাকিব এখন শুধু বাংলাদেশের হয়ে ওয়ানডেতেই নিজের খেলার দরজা খোলা রেখেছেন। এই ফরম্যাটে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ইতি টানবেন বলে জানিয়েছেন। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ী মাত্র ৬টি ওয়ানডে খেলবে। তা শুরু হবে আফগান সিরিজ দিয়ে। যেখানে সাকিবকে ছাড়ায় খেলবে টাইগাররা। চট্টগ্রামে বাংলাদেশ দলের টেস্ট দেখতে এসে এমনটাই নিশ্চিত করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বলেছেন, অলরাউন্ডার সাকিব আল হাসান অনুশীলনের বাইরে থাকায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করতে পারেন। তিনি বলেন, সাকিব সম্ভবত পরবর্তী সিরিজ (আফগানিস্তানের বিপক্ষে) মিস করতে পারেন কারণ তিনি কিছু সময়ের জন্য অনুশীলনের বাইরে রয়েছেন এবং সম্ভবত তার আবার দলবদ্ধ হতে কিছতা সময় লাগবে। সবকিছু বিবেচনায় নিলে মনে হচ্ছে তিনি আফগানিস্তান সফর মিস করবেন।
শারজাহতে ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর বাকি দুই ওয়ানডে।