ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের পরও হারল বাংলা টাইগার্স

  • আপডেট সময় : ০৮:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: হার দিয়ে আসর শুরুর পর আবুধাবি টি-টেন টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এই ম্যাচেও তাদের ভাগ্য বদলায়নি। ব্যাটিং ব্যর্থতায় ১০ ওভারের ম্যাচে তারা মাত্র ৬৬ রান করে। আগের ম্যাচে দলীয় একশ পেরিয়েও জয়ের দেখা পায়নি বাংলা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে সাকিব ব্যক্তিগতভাবে ভালো করলেও, জয়ের প্রত্যাশা কঠিনই বটে। নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে তারা ম্যাচটি হেরেছে ৭ উইকেটে। ৬ ওভারেই নিউইয়র্ক আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। তাদের পক্ষে দোনোভান পেরেইরা ৯ বলে সর্বোচ্চ ২১ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১৯ রান করেছেন। বিপরীতে, নিজের জায়গায় অবশ্য সফল সাকিব। ১ ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তিনি দুটি উইকেট নিয়েছেন। এর আগে ব্যাট হাতে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।
টস হেরে আগে ব্যাট করতে নেমে সাকিবের দল শুরু থেকেই যাচ্ছেতাই পারফর্ম করে। দাসুন শানাকার ধীরগতির ইনিংস (১৯ বলে ২২) এবং সাকিবের ১৯ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। হজরতউল্লাহ জাজাই (৮), মোহাম্মদ শেহজাদ (১), লিয়াম লিভিংস্টোন (১), ইফতিখার আহমেদ (৩) ও রশিদ খানদের (১) সবাই ব্যর্থ। ফলে দলও নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ৬৬ রানের পুঁজি পায়। মূলত নিউইয়র্কের কাজটা সহজ করে দেন বোলাররা। মোহাম্মদ আমির, রিচ টপলি ও আকিল হোসেন ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে শিকার মাথিশা পাথিরানা ও সুনীল নারিনের। লক্ষ্য তাড়ায় নিউইয়র্কের পক্ষে ভূমিকা রেখেছেন বাংলা টাইগার্সের জশ লিটল। ১২টি ডেলিভারিতে তিনি প্রথম ওভার সম্পন্ন করেছেন। ৪টি ওয়াইড ও ২টি নো বলে ১৭ রান দিয়ে ওভার শেষ করেছেন এই আইরিশ পেসার। সাকিব চতুর্থ ওভারে আক্রমণে এসেই দুটি উইকেট তুলে নেন। বিনিময়ে দেন মাত্র ১ রান। এ ছাড়া একটি উইকেট নেন ইমরান খান। এর বাইরে রশিদ খান ও লিভিংস্টোনরা প্রতিপক্ষের রান আটকাতে পারেননি। ৪ ওভার বাকি থাকতেই ৭০ রান নিয়ে জয় নিশ্চিত করে নিউইয়র্ক।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের পরও হারল বাংলা টাইগার্স

আপডেট সময় : ০৮:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: হার দিয়ে আসর শুরুর পর আবুধাবি টি-টেন টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এই ম্যাচেও তাদের ভাগ্য বদলায়নি। ব্যাটিং ব্যর্থতায় ১০ ওভারের ম্যাচে তারা মাত্র ৬৬ রান করে। আগের ম্যাচে দলীয় একশ পেরিয়েও জয়ের দেখা পায়নি বাংলা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে সাকিব ব্যক্তিগতভাবে ভালো করলেও, জয়ের প্রত্যাশা কঠিনই বটে। নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে তারা ম্যাচটি হেরেছে ৭ উইকেটে। ৬ ওভারেই নিউইয়র্ক আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। তাদের পক্ষে দোনোভান পেরেইরা ৯ বলে সর্বোচ্চ ২১ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১৯ রান করেছেন। বিপরীতে, নিজের জায়গায় অবশ্য সফল সাকিব। ১ ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তিনি দুটি উইকেট নিয়েছেন। এর আগে ব্যাট হাতে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।
টস হেরে আগে ব্যাট করতে নেমে সাকিবের দল শুরু থেকেই যাচ্ছেতাই পারফর্ম করে। দাসুন শানাকার ধীরগতির ইনিংস (১৯ বলে ২২) এবং সাকিবের ১৯ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। হজরতউল্লাহ জাজাই (৮), মোহাম্মদ শেহজাদ (১), লিয়াম লিভিংস্টোন (১), ইফতিখার আহমেদ (৩) ও রশিদ খানদের (১) সবাই ব্যর্থ। ফলে দলও নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ৬৬ রানের পুঁজি পায়। মূলত নিউইয়র্কের কাজটা সহজ করে দেন বোলাররা। মোহাম্মদ আমির, রিচ টপলি ও আকিল হোসেন ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে শিকার মাথিশা পাথিরানা ও সুনীল নারিনের। লক্ষ্য তাড়ায় নিউইয়র্কের পক্ষে ভূমিকা রেখেছেন বাংলা টাইগার্সের জশ লিটল। ১২টি ডেলিভারিতে তিনি প্রথম ওভার সম্পন্ন করেছেন। ৪টি ওয়াইড ও ২টি নো বলে ১৭ রান দিয়ে ওভার শেষ করেছেন এই আইরিশ পেসার। সাকিব চতুর্থ ওভারে আক্রমণে এসেই দুটি উইকেট তুলে নেন। বিনিময়ে দেন মাত্র ১ রান। এ ছাড়া একটি উইকেট নেন ইমরান খান। এর বাইরে রশিদ খান ও লিভিংস্টোনরা প্রতিপক্ষের রান আটকাতে পারেননি। ৪ ওভার বাকি থাকতেই ৭০ রান নিয়ে জয় নিশ্চিত করে নিউইয়র্ক।