ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

সাকিবকে পুরো ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া আছে : পাপন

  • আপডেট সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : অনেক নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সাকিব আল হাসান এখন নতুন সমস্যার সন্মুখীন। তার সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমতাবস্থায় সাকিবের দেশে ফিরে আসাটাই স্বাভাবিক। তিনি প্রথম ওয়ানডের পর দেশে ফিরতে চাইলেও পরবর্তীতে মত বদলান। এরপর জানা যায় গতকাল সোমবার তিনি দেশের বিমানে উঠবেন। শেষ পর্যন্ত সাকিব সিদ্ধান্ত নিয়েছেন, ওয়ানডে সিরিজ শেষ করে তবেই ফিরবেন। সাকিবের দেশে ফেরা নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব আমাকে প্রথম ওয়ানডের আগেই বলেছিল যে, ওর পরিবার অসুস্থ। আমি ওকে বলেছি যে, ও আসতে পারে (দেশে)। পরিবার গুরুত্বপূর্ণ। পরিবারের জন্য অবশ্যই সে যখন মনে করে তখন চলে আসতে পারে। তখন ও বলেছিল যে, দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে। তো দ্বিতীয় ওয়ানডের পর বলল যে, আমি চলে আসছি। বললাম, আস। ওর টিকিটও বুক হয়ে গিয়েছিল। তারপর আবার কাল ফোন করে বলল, না আমি তৃতীয় ওয়ানডে খেলে আসব।’ পরিবারের সদস্যরা অসুস্থ থাকার পরও দেশের জন্য খেলে যাওয়ার এই মানসিকতার উচ্ছসিত প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘ওকে আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি। সে যে কোনো সময় আসতে পারে। সে যে খেলছে, আমি বলব যে, এটা আমাদের জন্য বিরাট ব্যাপার। ও সেক্রিফাইস করছে, এতে কোনো সন্দেহ নেই। ‘

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাকিবকে পুরো ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া আছে : পাপন

আপডেট সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : অনেক নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সাকিব আল হাসান এখন নতুন সমস্যার সন্মুখীন। তার সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমতাবস্থায় সাকিবের দেশে ফিরে আসাটাই স্বাভাবিক। তিনি প্রথম ওয়ানডের পর দেশে ফিরতে চাইলেও পরবর্তীতে মত বদলান। এরপর জানা যায় গতকাল সোমবার তিনি দেশের বিমানে উঠবেন। শেষ পর্যন্ত সাকিব সিদ্ধান্ত নিয়েছেন, ওয়ানডে সিরিজ শেষ করে তবেই ফিরবেন। সাকিবের দেশে ফেরা নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব আমাকে প্রথম ওয়ানডের আগেই বলেছিল যে, ওর পরিবার অসুস্থ। আমি ওকে বলেছি যে, ও আসতে পারে (দেশে)। পরিবার গুরুত্বপূর্ণ। পরিবারের জন্য অবশ্যই সে যখন মনে করে তখন চলে আসতে পারে। তখন ও বলেছিল যে, দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে। তো দ্বিতীয় ওয়ানডের পর বলল যে, আমি চলে আসছি। বললাম, আস। ওর টিকিটও বুক হয়ে গিয়েছিল। তারপর আবার কাল ফোন করে বলল, না আমি তৃতীয় ওয়ানডে খেলে আসব।’ পরিবারের সদস্যরা অসুস্থ থাকার পরও দেশের জন্য খেলে যাওয়ার এই মানসিকতার উচ্ছসিত প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘ওকে আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি। সে যে কোনো সময় আসতে পারে। সে যে খেলছে, আমি বলব যে, এটা আমাদের জন্য বিরাট ব্যাপার। ও সেক্রিফাইস করছে, এতে কোনো সন্দেহ নেই। ‘