ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সাকিবকে ছেড়ে দিল কলকাতা, রাজস্থান মোস্তাফিজকে

  • আপডেট সময় : ০৯:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলামে অংশ নিতে বাংলাদেশ তারকা সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি রাজস্থান রয়্যালস।
বর্তমানের আটটি দল ইতোমধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে জমা দিয়েছে।
সাকিব এর আগে ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন কলকাতায়। দলটির দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে খেলেন তিনি দুটি আসরে। গত আইপিএলে নিজের পুরনো ঠিকানায় ফেরেন তিনি। নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা।
এদিকে মুস্তাফিজকে গত আইপিএলের নিলামে ১ কোটি রুপিতে দলে নিয়েছিল রাজস্থান। আরব আমিরাতে দলের সাত ম্যাচেই খেলেন তিনি। উইকেট নেন ৬টি। সব মিলিয়ে আসরে ১৪ ম্যাচে ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে বাঁহাতি এই পেসারের উইকেট ছিল ১৪টি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাকিবকে ছেড়ে দিল কলকাতা, রাজস্থান মোস্তাফিজকে

আপডেট সময় : ০৯:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলামে অংশ নিতে বাংলাদেশ তারকা সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি রাজস্থান রয়্যালস।
বর্তমানের আটটি দল ইতোমধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে জমা দিয়েছে।
সাকিব এর আগে ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন কলকাতায়। দলটির দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে খেলেন তিনি দুটি আসরে। গত আইপিএলে নিজের পুরনো ঠিকানায় ফেরেন তিনি। নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা।
এদিকে মুস্তাফিজকে গত আইপিএলের নিলামে ১ কোটি রুপিতে দলে নিয়েছিল রাজস্থান। আরব আমিরাতে দলের সাত ম্যাচেই খেলেন তিনি। উইকেট নেন ৬টি। সব মিলিয়ে আসরে ১৪ ম্যাচে ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে বাঁহাতি এই পেসারের উইকেট ছিল ১৪টি।