ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

সাও পাওলোকে হারিয়ে ২৯ বছর পর লিগ চ্যাম্পিয়ন বতাফোগো

  • আপডেট সময় : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

ক্রীাড় ডেস্ক: লাতিন আমেরিকার সেরার ট্রফি জয়ের আনন্দের মাঝেই নতুন আরেক উৎসবের উপলক্ষ পেয়ে গেল বতাফোগো। প্রায় তিন দশক পর ব্রাজিলিয়ান লিগের শিরোপা জিতল ক্লাবটি। বাংলাদেশ সময় সোমবার ভোরে ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আর ম্যাচে সাও পাওলোকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বতাফোগো। ৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো বতাফোগো, রানার্সআপ পালমেইরাসের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে। ব্রাজিলিয়ান সেরি আয় ১৯৬৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর বতাফোগো দ্বিতীয়বার ও সবশেষ এর ট্রফি উঁচিয়ে ধরেছিল ১৯৯৫ সালে।
জেফারসন সাভারিনো ৩৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ৬৩তম মিনিটে সমতা টানেন উইলিয়াম গোমেজ। এরপর যোগ করা সময়ে গ্রেগোরের গোলে তৃতীয় লিগ ট্রফি জয় নিশ্চিত হয়ে যায় বতাফোগোর। আট দিন আগে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে প্রথম মিনিটে লাল কার্ড দেখেছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগোরে। পুরোটা সময় ১০ জন নিয়েই দারুণ উজ্জীবিত ফুটবল খেলে আতলেতিকো মিনেইরোকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশ সেরা হয় বতাফোগো। কোপা লিবের্তাদোরেস জয়ের ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপের টিকেট পায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জন টেক্সটরের মালিকানার ক্লাব বতাফোগো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছেনা কোনো সবজি

সাও পাওলোকে হারিয়ে ২৯ বছর পর লিগ চ্যাম্পিয়ন বতাফোগো

আপডেট সময় : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

ক্রীাড় ডেস্ক: লাতিন আমেরিকার সেরার ট্রফি জয়ের আনন্দের মাঝেই নতুন আরেক উৎসবের উপলক্ষ পেয়ে গেল বতাফোগো। প্রায় তিন দশক পর ব্রাজিলিয়ান লিগের শিরোপা জিতল ক্লাবটি। বাংলাদেশ সময় সোমবার ভোরে ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আর ম্যাচে সাও পাওলোকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বতাফোগো। ৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো বতাফোগো, রানার্সআপ পালমেইরাসের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে। ব্রাজিলিয়ান সেরি আয় ১৯৬৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর বতাফোগো দ্বিতীয়বার ও সবশেষ এর ট্রফি উঁচিয়ে ধরেছিল ১৯৯৫ সালে।
জেফারসন সাভারিনো ৩৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ৬৩তম মিনিটে সমতা টানেন উইলিয়াম গোমেজ। এরপর যোগ করা সময়ে গ্রেগোরের গোলে তৃতীয় লিগ ট্রফি জয় নিশ্চিত হয়ে যায় বতাফোগোর। আট দিন আগে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে প্রথম মিনিটে লাল কার্ড দেখেছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগোরে। পুরোটা সময় ১০ জন নিয়েই দারুণ উজ্জীবিত ফুটবল খেলে আতলেতিকো মিনেইরোকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশ সেরা হয় বতাফোগো। কোপা লিবের্তাদোরেস জয়ের ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপের টিকেট পায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জন টেক্সটরের মালিকানার ক্লাব বতাফোগো।