ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

  • আপডেট সময় : ০২:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক ৪টি এজেন্ট ব্যাংকিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ফেনীর দক্ষিণ বল্লভপুর রাস্তার মাথা, ছাগলনাইয়া ও চপকনগর বাজার মেইন রোড, ছাগলনাইয়া এবং চট্টগ্রামের ঘোড়ামারা, কুমিরাতে যথাক্রমে ৩টি ‘তিজারাহ’-ইসলামিক এবং চট্টগ্রামের ফটিকছড়ি চৌমুহুনী বাজারে ১টি কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ.কাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে ৩টি ইসলামিক ও ১টি কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের পরিচালক জোসনা আরা কাশেম ও ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এই সময় ব্যাংকের কর্মকর্তা এবং ৪টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণও উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে। এছাড়াও গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

আপডেট সময় : ০২:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক ৪টি এজেন্ট ব্যাংকিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ফেনীর দক্ষিণ বল্লভপুর রাস্তার মাথা, ছাগলনাইয়া ও চপকনগর বাজার মেইন রোড, ছাগলনাইয়া এবং চট্টগ্রামের ঘোড়ামারা, কুমিরাতে যথাক্রমে ৩টি ‘তিজারাহ’-ইসলামিক এবং চট্টগ্রামের ফটিকছড়ি চৌমুহুনী বাজারে ১টি কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ.কাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে ৩টি ইসলামিক ও ১টি কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের পরিচালক জোসনা আরা কাশেম ও ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এই সময় ব্যাংকের কর্মকর্তা এবং ৪টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণও উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে। এছাড়াও গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।