ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানে এ স্মারকে সই করেন মারডক ইউনিভার্সিটির উপ-উপাচার্য (গ্লোবাল এনগেজমেন্ট) অধ্যাপক সাইমন ম্যাককার্ডি ও সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক এম. মোফাজ্জল হোসেন। এ স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা, শিক্ষাদান, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতা স্মারকের মাধ্যমে গবেষণাপ্রশিক্ষণ, শিক্ষক উন্নয়ন এবং যৌথ একাডেমিক প্রকল্পের জন্য পরিকল্পনাও নেওয়া হয়েছে। “এ চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারত্বের সূচনা হল, যা একাডেমিক উদ্ভাবন ও আন্তঃসংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।”