ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

সাইফের পর অনূর্ধ্ব-১৮ লিগ থেকে সরে গেল বারিধারাও

  • আপডেট সময় : ০২:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে অনূর্ধ্ব-১৮ লিগ ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এই লিগে আগেই ফুটবল না খেলার ঘোষণা দিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। ফলে তাদের বাদ দিয়ে সূচি তৈরি করে বাংলদেশ ফুটবল ফেডারেশন। ১১ দল নিয়ে করা সেই সূচি থেকে এবার সরে গেল উত্তর বারিধারাও। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক চিঠিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলে বাফুফেকে জানায় বারিধারা। সম্প্রতি প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচের জন্য বাফুফে উত্তর বারিধারা ক্লাবকে শাস্তি দিয়ে দ্বিতীয় বিভাগে অবনমিত করেছে। বাফুফের এই শাস্তি উত্তর বারিধারা মেনে নেয়নি। তারা এর প্রতিবাদে আপিল করবে। মূলত বাফুফের এই শাস্তির সিদ্ধান্তের আরেকটি প্রতিবাদ হিসেবে খেলছে না বারিধারা। ১০ সেপ্টেম্বর ছিল খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। উত্তর বারিধারা ক্লাব খেলোয়াড়ও নিবন্ধন করেছিল। সেই মোতাবেক ফেডারেশন ফিক্সচারও করেছিল। তবে এখন বারিধারা না থাকায় পরিবর্তন করতে হবে সূচিতে। এদিকে এই টুর্নামেন্টে না খেলার কারণে জরিমানার কবলে পড়তে পারে উত্তর বারিধারা। একই কারণে সাইফকেও জরিমানা গুনতে হতে পারে। কারণ তারা লিগ শেষ হওয়ার পরপর ফুটবল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মৌসুমের শুরুতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মতি দিয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাইফের পর অনূর্ধ্ব-১৮ লিগ থেকে সরে গেল বারিধারাও

আপডেট সময় : ০২:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে অনূর্ধ্ব-১৮ লিগ ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এই লিগে আগেই ফুটবল না খেলার ঘোষণা দিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। ফলে তাদের বাদ দিয়ে সূচি তৈরি করে বাংলদেশ ফুটবল ফেডারেশন। ১১ দল নিয়ে করা সেই সূচি থেকে এবার সরে গেল উত্তর বারিধারাও। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক চিঠিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলে বাফুফেকে জানায় বারিধারা। সম্প্রতি প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচের জন্য বাফুফে উত্তর বারিধারা ক্লাবকে শাস্তি দিয়ে দ্বিতীয় বিভাগে অবনমিত করেছে। বাফুফের এই শাস্তি উত্তর বারিধারা মেনে নেয়নি। তারা এর প্রতিবাদে আপিল করবে। মূলত বাফুফের এই শাস্তির সিদ্ধান্তের আরেকটি প্রতিবাদ হিসেবে খেলছে না বারিধারা। ১০ সেপ্টেম্বর ছিল খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। উত্তর বারিধারা ক্লাব খেলোয়াড়ও নিবন্ধন করেছিল। সেই মোতাবেক ফেডারেশন ফিক্সচারও করেছিল। তবে এখন বারিধারা না থাকায় পরিবর্তন করতে হবে সূচিতে। এদিকে এই টুর্নামেন্টে না খেলার কারণে জরিমানার কবলে পড়তে পারে উত্তর বারিধারা। একই কারণে সাইফকেও জরিমানা গুনতে হতে পারে। কারণ তারা লিগ শেষ হওয়ার পরপর ফুটবল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মৌসুমের শুরুতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মতি দিয়েছিল।