ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিতে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডিএলএস মেথডে ১৮ রানে হারিয়েছে লাল-সবুজরা।
শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। ব্যাট করতে নেমে জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছে। শুরুর ওভারেই তুলেছে ৯ রান। দ্বিতীয় ওভারে সেই আগ্রাসনের মাত্রা আরও বাড়ে। চার-ছক্কায় আরও ২০ রান যোগ করে তারা। টানা তৃতীয় ওভারে অব্যাহত থাকে একই মোমেন্টাম। ১৬ রান যোগ করলে বিনা উইকেটে স্কোর দাঁড়ায় ৪৫। চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন মামুন। তার আগে ১১ বলে ৩১ রান করেন তিনি। অধিনায়ক সাইফউদ্দিন ক্রিজে আসেন শেষের দিকে। বিস্ফোরক ব্যাটিংয়ে ৯ বলে যোগ করেছেন ৩৬ রান! থাকেন অপরাজিত। অপরাজিত ছিলেন জিশান আলমও। ১৭ বলে ৩৪ রান করেন তিনি। তাতে এক উইকেট হারিয়ে ৬ ওভারে ১১১ রানের পুঁজি পায় লাল সবুজ দল। জবাবে খেলতে নামা আরব আমিরাতকে শুরুতেই কাঁপিয়ে দেন সাইফউদ্দিন। প্রথম ওভারে তুলে নেন দুই উইকেট। নিজের ওভারে রানের গতি কমাতে ভূমিকা রাখেন আবু হায়দার রনি। তবে আব্দুল্লা আল মামুন ছিলেন ভীষণ খরুচে। ২৮ রান আসে তার ওভার থেকে। তার পরেও বিপজ্জনক সঞ্চিত শর্মাকে সাজঘর পাঠান তিনি। শেষ দিকে আরব আমিরাত জ্বলে ওঠার চেষ্টা করলেও আলোর স্বল্পতায় ৩.২ ওভার পর্যন্তই ম্যাচটা মাঠে গড়িয়েছে। তখন দলটির স্কোর ছিল ৩ উইকেটে ৪৩। তার পর ডিএলএস মেথডে ১৮ রানে জয়ী হয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিতে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক : হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডিএলএস মেথডে ১৮ রানে হারিয়েছে লাল-সবুজরা।
শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। ব্যাট করতে নেমে জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছে। শুরুর ওভারেই তুলেছে ৯ রান। দ্বিতীয় ওভারে সেই আগ্রাসনের মাত্রা আরও বাড়ে। চার-ছক্কায় আরও ২০ রান যোগ করে তারা। টানা তৃতীয় ওভারে অব্যাহত থাকে একই মোমেন্টাম। ১৬ রান যোগ করলে বিনা উইকেটে স্কোর দাঁড়ায় ৪৫। চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন মামুন। তার আগে ১১ বলে ৩১ রান করেন তিনি। অধিনায়ক সাইফউদ্দিন ক্রিজে আসেন শেষের দিকে। বিস্ফোরক ব্যাটিংয়ে ৯ বলে যোগ করেছেন ৩৬ রান! থাকেন অপরাজিত। অপরাজিত ছিলেন জিশান আলমও। ১৭ বলে ৩৪ রান করেন তিনি। তাতে এক উইকেট হারিয়ে ৬ ওভারে ১১১ রানের পুঁজি পায় লাল সবুজ দল। জবাবে খেলতে নামা আরব আমিরাতকে শুরুতেই কাঁপিয়ে দেন সাইফউদ্দিন। প্রথম ওভারে তুলে নেন দুই উইকেট। নিজের ওভারে রানের গতি কমাতে ভূমিকা রাখেন আবু হায়দার রনি। তবে আব্দুল্লা আল মামুন ছিলেন ভীষণ খরুচে। ২৮ রান আসে তার ওভার থেকে। তার পরেও বিপজ্জনক সঞ্চিত শর্মাকে সাজঘর পাঠান তিনি। শেষ দিকে আরব আমিরাত জ্বলে ওঠার চেষ্টা করলেও আলোর স্বল্পতায় ৩.২ ওভার পর্যন্তই ম্যাচটা মাঠে গড়িয়েছে। তখন দলটির স্কোর ছিল ৩ উইকেটে ৪৩। তার পর ডিএলএস মেথডে ১৮ রানে জয়ী হয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।