ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সাংহাইয়ে অফিসে ঘুমাচ্ছে ২০ হাজার কর্মী

  • আপডেট সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : লকডাউনের মধ্যেও সাংহাইয়ের লুজিয়াজুই ফিন্যান্সিয়াল সিটিকে সচল রাখতে অফিসে রাত কাটাচ্ছেন ২০ হাজারেরও বেশি ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও অন্যান্য কর্মী। সাংহাইতে লকডাউনের আগেই গত সোমবার ব্রোকারেজ, সম্পদ ব্যবস্থাপক এবং আর্থিক বিনিময় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের অফিসে ডেকে পাঠায়। রাতে অফিসে ঘুমানোর জন্য তাদেরকে স্লিপিং ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে। কোনো কোনো প্রতিষ্ঠান ২৪ ঘণ্টায় দু’বার পালাবদলের ব্যবস্থাও করেছে। হুয়াংপু নদীর পূর্বে পুডংয়ের লুজিয়াজুই ফিনান্সিয়াল সিটিতে ২৮৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ হাজার কর্মী রয়েছে। গত বছর লুজিয়াজুই ফিন্যান্সিয়াল সিটিতে ২৯২ ট্রিলিয়নের লেনদেন হয়েছিল।
করোনা সংক্রমণের কারণে সোমবার থেকে দুই কোটি ৬০ লাখ মানুষের নগরী সাংহাইয়ে লকডাউন কার্যকর হয়েছে। এই নগরীতে চীনের সবচেয়ে বড় শেয়ারবাজার, বন্ড বাজার, ফরেন এক্সচেঞ্জ ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমুন্ডি বিওসি ওয়াল্থ ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে তাদের কর্মীদের অফিসে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। সাংহাইয়ের একটি বিদেশী ব্যাংকের নির্বাহী জানিয়েছেন, তার ব্যাংকে হাইব্রিড কাজের মডেলে রয়েছে, কিছু কর্মী শহরের পশ্চিম দিকে পুক্সিতে ব্যাকআপ অফিসে কাজ করছে ও ঘুমাচ্ছে এবং কেউ কেউ থাকছে।পুডংয়ের ট্রেড রুমে কাজ করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাংহাইয়ে অফিসে ঘুমাচ্ছে ২০ হাজার কর্মী

আপডেট সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : লকডাউনের মধ্যেও সাংহাইয়ের লুজিয়াজুই ফিন্যান্সিয়াল সিটিকে সচল রাখতে অফিসে রাত কাটাচ্ছেন ২০ হাজারেরও বেশি ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও অন্যান্য কর্মী। সাংহাইতে লকডাউনের আগেই গত সোমবার ব্রোকারেজ, সম্পদ ব্যবস্থাপক এবং আর্থিক বিনিময় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের অফিসে ডেকে পাঠায়। রাতে অফিসে ঘুমানোর জন্য তাদেরকে স্লিপিং ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে। কোনো কোনো প্রতিষ্ঠান ২৪ ঘণ্টায় দু’বার পালাবদলের ব্যবস্থাও করেছে। হুয়াংপু নদীর পূর্বে পুডংয়ের লুজিয়াজুই ফিনান্সিয়াল সিটিতে ২৮৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ হাজার কর্মী রয়েছে। গত বছর লুজিয়াজুই ফিন্যান্সিয়াল সিটিতে ২৯২ ট্রিলিয়নের লেনদেন হয়েছিল।
করোনা সংক্রমণের কারণে সোমবার থেকে দুই কোটি ৬০ লাখ মানুষের নগরী সাংহাইয়ে লকডাউন কার্যকর হয়েছে। এই নগরীতে চীনের সবচেয়ে বড় শেয়ারবাজার, বন্ড বাজার, ফরেন এক্সচেঞ্জ ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমুন্ডি বিওসি ওয়াল্থ ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে তাদের কর্মীদের অফিসে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। সাংহাইয়ের একটি বিদেশী ব্যাংকের নির্বাহী জানিয়েছেন, তার ব্যাংকে হাইব্রিড কাজের মডেলে রয়েছে, কিছু কর্মী শহরের পশ্চিম দিকে পুক্সিতে ব্যাকআপ অফিসে কাজ করছে ও ঘুমাচ্ছে এবং কেউ কেউ থাকছে।পুডংয়ের ট্রেড রুমে কাজ করছে।