ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিক মিরন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি ইলিয়াস হোসেন মিলু (৪৫) অবশেষে গ্রেফতার হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মনির হোসেন মিয়া সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটার একজন প্রভাবশালী মাদক কারবারি এবং তিনি একটি হত্যা মামলারও আসামি। তিনি কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম শানু হাওলাদার (মৃত)। কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের ভাতিজা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মনির হোসেন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী উপজেলা থেকে ইলিয়াস হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। ইনশাআল্লাহ অতি দ্রুত সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি গভীর রাতে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশনের কলাপাড়া প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। নিজের বাসার সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা তার এক হাতের রগ কেটে দেয় এবং অন্য হাত কব্জি পর্যন্ত ঝুলে যায়। মাথা, কপাল, পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এসি/আপ্র/০৮/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাংবাদিক মিরন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি ইলিয়াস হোসেন মিলু (৪৫) অবশেষে গ্রেফতার হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মনির হোসেন মিয়া সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটার একজন প্রভাবশালী মাদক কারবারি এবং তিনি একটি হত্যা মামলারও আসামি। তিনি কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম শানু হাওলাদার (মৃত)। কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের ভাতিজা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মনির হোসেন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী উপজেলা থেকে ইলিয়াস হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। ইনশাআল্লাহ অতি দ্রুত সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি গভীর রাতে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশনের কলাপাড়া প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। নিজের বাসার সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা তার এক হাতের রগ কেটে দেয় এবং অন্য হাত কব্জি পর্যন্ত ঝুলে যায়। মাথা, কপাল, পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এসি/আপ্র/০৮/০৯/২০২৫