ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা

  • আপডেট সময় : ০৮:৪১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ সম্পাদক নূরুল কবীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শনের সময় তার প্রতিবাদ জানাতে গেলে এই অবস্থার সৃষ্টি হয়।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভিড়ের মধ্যে তার পিঠে ধাক্কা দিতে দেখা গেছে। তার চুল ধরে টানতে দেখা গেছে কাউকে।

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে যান। এদিন রাতে প্রথম আলোর ভবনেও আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে বিক্ষোভকারীরা। পরে আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

দেশের অন্যতম খ্যাতনামা এই সাংবাদিকের সঙ্গে আচরণের প্রতিবাদে সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ লিখেছেন, ‘নূরুল কবীর বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বীরযোদ্ধা। হাসিনার অজস্র হুমকির মুখেও কোনোদিন সত্যি কথা বলা বন্ধ করেননি। আজকে গণমাধ্যমের ওপর দঙ্গলবাজির প্রতিবাদে একাই হাজির হয়েছিলেন। রক্তপিপাসু দঙ্গলের মুখোমুখি হয়েছেন।’

‘নুরুল কবীর ভাই তার আজকের এই কীর্তির মধ্য দিয়ে ইতিহাস ছাপিয়েছেন। কবীর ভাই, ডাক দেবেন! আপনার ডাকে যেকোনো জায়গায় যাবো। আমাদের একজন কবীর ভাই আছেন, দঙ্গলকে ভয় করি না। হাসিনার গুণ্ডাতন্ত্রকে ভয় করিনি।’

সাংবাদিক রাজিব আহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, নুরুল কবির শুধু সাংবা‌দিক নন, সাহসী মানুষ। ‌সেই ওয়ান ইলা‌ভেন থে‌কে শুরু ক‌রে শেখ হা‌সিনার আমলে চরম প্রতিকূলতার মধ্যে তি‌নি সত‌্য বলেছেন। অন‌্যায়ের সমালোচন করেছেন। উনার সম্পা‌দিত নিউ এজে মানবা‌ধিকা‌রের পক্ষে রিপোর্ট ছাপা হ‌য়ে‌ছে। তার মতো মানুষকে আজ ডেইলি স্টার কার্যাল‌য়ের সামনে আওয়ামী লীগ বলে গালি-গালাজ করা হলো।’

তিনি প্রশ্ন করেন, ‘এরা কারা? এরা শেখ হ‌া‌সিনার সময়ে মুখ বন্ধ রাখা কিংবা পা‌লিয়ে বেড়া‌নো ক‌য়েকটা উগ্রবাদী এবং তাদের সাগরেদ। এদেশের ভালো এরা চায় না। হাদির শাহাদাতের শোক-ক্ষোভকে ধ্বংসযজ্ঞে ব‌্যবহার করলো নির্বাচন ভন্ডুল কর‌তে চাওয়া ‌কিছু চি‌হ্নিত উগ্রবাদী।’

এসি/আপ্র/১৯/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা

আপডেট সময় : ০৮:৪১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ সম্পাদক নূরুল কবীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শনের সময় তার প্রতিবাদ জানাতে গেলে এই অবস্থার সৃষ্টি হয়।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভিড়ের মধ্যে তার পিঠে ধাক্কা দিতে দেখা গেছে। তার চুল ধরে টানতে দেখা গেছে কাউকে।

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে যান। এদিন রাতে প্রথম আলোর ভবনেও আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে বিক্ষোভকারীরা। পরে আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

দেশের অন্যতম খ্যাতনামা এই সাংবাদিকের সঙ্গে আচরণের প্রতিবাদে সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ লিখেছেন, ‘নূরুল কবীর বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বীরযোদ্ধা। হাসিনার অজস্র হুমকির মুখেও কোনোদিন সত্যি কথা বলা বন্ধ করেননি। আজকে গণমাধ্যমের ওপর দঙ্গলবাজির প্রতিবাদে একাই হাজির হয়েছিলেন। রক্তপিপাসু দঙ্গলের মুখোমুখি হয়েছেন।’

‘নুরুল কবীর ভাই তার আজকের এই কীর্তির মধ্য দিয়ে ইতিহাস ছাপিয়েছেন। কবীর ভাই, ডাক দেবেন! আপনার ডাকে যেকোনো জায়গায় যাবো। আমাদের একজন কবীর ভাই আছেন, দঙ্গলকে ভয় করি না। হাসিনার গুণ্ডাতন্ত্রকে ভয় করিনি।’

সাংবাদিক রাজিব আহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, নুরুল কবির শুধু সাংবা‌দিক নন, সাহসী মানুষ। ‌সেই ওয়ান ইলা‌ভেন থে‌কে শুরু ক‌রে শেখ হা‌সিনার আমলে চরম প্রতিকূলতার মধ্যে তি‌নি সত‌্য বলেছেন। অন‌্যায়ের সমালোচন করেছেন। উনার সম্পা‌দিত নিউ এজে মানবা‌ধিকা‌রের পক্ষে রিপোর্ট ছাপা হ‌য়ে‌ছে। তার মতো মানুষকে আজ ডেইলি স্টার কার্যাল‌য়ের সামনে আওয়ামী লীগ বলে গালি-গালাজ করা হলো।’

তিনি প্রশ্ন করেন, ‘এরা কারা? এরা শেখ হ‌া‌সিনার সময়ে মুখ বন্ধ রাখা কিংবা পা‌লিয়ে বেড়া‌নো ক‌য়েকটা উগ্রবাদী এবং তাদের সাগরেদ। এদেশের ভালো এরা চায় না। হাদির শাহাদাতের শোক-ক্ষোভকে ধ্বংসযজ্ঞে ব‌্যবহার করলো নির্বাচন ভন্ডুল কর‌তে চাওয়া ‌কিছু চি‌হ্নিত উগ্রবাদী।’

এসি/আপ্র/১৯/১২/২০২৫