ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন টিপু

  • আপডেট সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার সাংবাদিক ও কালের কণ্ঠ প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। সাংবাদিকদের টানা আন্দোলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুরু হয় দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিক প্রতিনিধিদল জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং টিপুর জামিন প্রসঙ্গে আলোচনায় বসেন।

তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে রিপন বিশ্বাস রোকনুজ্জামান টিপুর জামিনের ব্যবস্থা করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, সংবাদের স্বাধীনতা গণতন্ত্রের প্রধান স্তম্ভ। একজন সাংবাদিক অন্যায়ের প্রতিবাদ করলে তাকে যদি কারাগারে পাঠানো হয় তাহলে সেটি গোটা সমাজের জন্য হুমকি। টিপুর জামিন সাংবাদিক সমাজের সম্মিলিত ঐক্যের ফল। আমরা চাই কোনো সংবাদকর্মী যেন আর এভাবে নিপীড়নের শিকার না হন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন টিপু

আপডেট সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি :অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার সাংবাদিক ও কালের কণ্ঠ প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। সাংবাদিকদের টানা আন্দোলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুরু হয় দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিক প্রতিনিধিদল জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং টিপুর জামিন প্রসঙ্গে আলোচনায় বসেন।

তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে রিপন বিশ্বাস রোকনুজ্জামান টিপুর জামিনের ব্যবস্থা করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, সংবাদের স্বাধীনতা গণতন্ত্রের প্রধান স্তম্ভ। একজন সাংবাদিক অন্যায়ের প্রতিবাদ করলে তাকে যদি কারাগারে পাঠানো হয় তাহলে সেটি গোটা সমাজের জন্য হুমকি। টিপুর জামিন সাংবাদিক সমাজের সম্মিলিত ঐক্যের ফল। আমরা চাই কোনো সংবাদকর্মী যেন আর এভাবে নিপীড়নের শিকার না হন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।