বিশ্ব পর্যটন দিবসে কুয়াকাটায় হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুয়াকাটা খাস পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান উপভোগ করতে শত শত দর্শনার্থীদের ভিড় জমে। সাঁতার কাটা প্রতিযোগিতায় লিমন এবং হাঁস ধরা প্রতিযোগিতায় রুমান প্রথম স্থান অধিকার করেন। কুয়াকাটা বয়েজ ক্লাবের উপদেষ্টা খান মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের এসপি আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, পৌর প্রশাসক কৌশিক আহমেদ, টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি কুদ্দুস মাহমুদ সহ অনেকে।
দৈনিক আজকের প্রত্যাশা/কেএমএএ