ক্রীড়া ডেস্ক: মিরপুরের সুইমিংপুলে আলো ছড়িয়ে চলেছেন মাইশা আক্তার মীম। আগের দিন একটি রেকর্ডসহ তিনটি স্বর্ণ জয়ী এই সাঁতারু দ্বিতীয় দিনেও হয়েছেন দুই ইভেন্টে সেরা। ডাইভিংয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির মেহেদী হাসান।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সাঁতারে ২৮টি ও ডাইডিংয়ে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের সাফল্যে উচ্ছ্বসিত মাইশা বলেছিলেন, ৯ ইভেন্টে এবার সেরা হতে চান। লক্ষ্য পূরণের পথেই ছুটছেন বিকেএসপির এই তরুণী। এদিন বালিকা ১৫-১৭ ক্যাটাগরিতে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে (১ মিনিট ২৮ দশমিক ৩৮ সেকেন্ড) ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (৬ মিনিট ৭ দশমিক ৮০ সেকেন্ড) সেরা হয়েছেন তিনি।
১ মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে রেকর্ড ৩০০.৬ স্কোর গড়ে প্রথম হয়েছেন বিকেএসপির মেহেদী। গত বছর একই প্রতিষ্ঠানের হয়ে মোহাম্মদ হোসাইন (২৭৫ দশমিক ৮৫) গড়েছিলেন আগের রেকর্ডটি।
দ্বিতীয় দিন শেষে বিকেএসপি ৩৪টি স্বর্ণ, ৩৫টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শিলাইদাহ সুইমিং ক্লাব জিতেছে ২টি স্বর্ণ, ৪টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। বগুড়া সুইমিং ক্লাব ২টি স্বর্ণ, ১টি রুপা ও ৩টি ব্রোঞ্জ নিয়ে আছে তৃতীয় স্থানে।
আজকের প্রত্যাশা/কেএমএএ