ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

সহপাঠীকে ‘দলবদ্ধ ধর্ষণে’ জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সহপাঠীকে দলবদ্ধ ধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেফতার দাবিতে গতকাল শনিবার মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের বিক্ষোভ -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার দাবিতে তাঁর সহপাঠীরা বিক্ষোভ করেছেন। তাঁরা কিছু সময়ের জন্য মিরপুর-১০ নম্বরে সড়কও অবরোধ করেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শিক্ষার্থীরা প্রথমে মিরপুর-১২ নম্বরে বিক্ষোভ করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন।
গত বুধবার রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়াতে ওই শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। বিইউপির শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধী গ্রেফতার হয়নি। অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তাঁরা। বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শিহাব বলেন, ‘আমাদের বোন তিন দিন আগে ধর্ষণের শিকার হয়েছেন। এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আমাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।’ সড়ক ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীরা জানান, রোববার বেলা দুইটায় মিরপুর–১২ তে আবারও বিক্ষোভ করবেন তাঁরা।
সানা/আপ্র/১৮/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সহপাঠীকে ‘দলবদ্ধ ধর্ষণে’ জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার দাবিতে তাঁর সহপাঠীরা বিক্ষোভ করেছেন। তাঁরা কিছু সময়ের জন্য মিরপুর-১০ নম্বরে সড়কও অবরোধ করেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শিক্ষার্থীরা প্রথমে মিরপুর-১২ নম্বরে বিক্ষোভ করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন।
গত বুধবার রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়াতে ওই শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। বিইউপির শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধী গ্রেফতার হয়নি। অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তাঁরা। বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শিহাব বলেন, ‘আমাদের বোন তিন দিন আগে ধর্ষণের শিকার হয়েছেন। এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আমাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।’ সড়ক ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীরা জানান, রোববার বেলা দুইটায় মিরপুর–১২ তে আবারও বিক্ষোভ করবেন তাঁরা।
সানা/আপ্র/১৮/১০/২০২৫