ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক ম্যানেজার আটক

  • আপডেট সময় : ১২:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট সংবাদদাতা : সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পারভেজ হোসাইন (২৮) নামে লালমনিরহাটের কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ভুক্তভোগী ওই সহকর্মী বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে রোববার আদিতমারী উপজেলার টেপা পলাশী এলাকা থেকে পারভেজ হোসাইনকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটক পারভেজ হোসাইন নীলফামারীর ডোমার উপজেলার বোরাগাড়ী মধ্যপাড়া গ্রামের ছপিয়ার রহমানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার পদে কর্মরত। পুলিশ ও স্থানীয়রা জানায়, কাকিনা ডায়াগনস্টিক সেন্টারে ম্যানেজার পদে কর্মরত থাকার সুবাদে একই প্রতিষ্ঠানের চিকিৎসকের সহকারী এক তরুণীর (২৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পারভেজ। সেই সুবাদে বিয়ের প্রলোভনে দুজনে বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার অজুহাতে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও বিয়ের ব্যবস্থা না করে দৈহিক সম্পর্ক অব্যাহত রাখেন পারভেজ। একপর্যায়ে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে কাল বিলম্ব করে সময় কাটিয়ে দেন পারভেজ। রোববার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়ি টেপা পলাশী গ্রামে যান পারভেজ। দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটির ইচ্ছা বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধর্ষক পারভেজ হোসাইনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ এজাহারটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে আটক পারভেজ হোসাইনকে এ মামলায় গ্রেফতার দেখায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক ম্যানেজার আটক

আপডেট সময় : ১২:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

লালমনিরহাট সংবাদদাতা : সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পারভেজ হোসাইন (২৮) নামে লালমনিরহাটের কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ভুক্তভোগী ওই সহকর্মী বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে রোববার আদিতমারী উপজেলার টেপা পলাশী এলাকা থেকে পারভেজ হোসাইনকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটক পারভেজ হোসাইন নীলফামারীর ডোমার উপজেলার বোরাগাড়ী মধ্যপাড়া গ্রামের ছপিয়ার রহমানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার পদে কর্মরত। পুলিশ ও স্থানীয়রা জানায়, কাকিনা ডায়াগনস্টিক সেন্টারে ম্যানেজার পদে কর্মরত থাকার সুবাদে একই প্রতিষ্ঠানের চিকিৎসকের সহকারী এক তরুণীর (২৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পারভেজ। সেই সুবাদে বিয়ের প্রলোভনে দুজনে বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার অজুহাতে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও বিয়ের ব্যবস্থা না করে দৈহিক সম্পর্ক অব্যাহত রাখেন পারভেজ। একপর্যায়ে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে কাল বিলম্ব করে সময় কাটিয়ে দেন পারভেজ। রোববার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়ি টেপা পলাশী গ্রামে যান পারভেজ। দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটির ইচ্ছা বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধর্ষক পারভেজ হোসাইনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ এজাহারটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে আটক পারভেজ হোসাইনকে এ মামলায় গ্রেফতার দেখায়।