বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী তনামি হক। চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করলেও নিয়মিত ছোট পর্দায় কাজ করছেন তিনি। আসছে ঈদে ‘সাইকোলোজি ১০১’, ‘নোয়াখালির জামাই’, ‘প্রেম রোগ কঠিন রোগ’, ‘পিতৃ সত্তা’ নামের একক নাটকে দেখা যাবে তাকে। ধারাবাহিক নাটকের তালিকায় রয়েছে ‘ফার্মগেট’, ‘জয় পরাজয়’ ও ‘ভাড়া বাড়ি বাড়াবাড়ি’। এ ছাড়াও প্রচারিত হচ্ছে ‘প্রেম ভাইরাল’। ঈদের কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা যাবে তাকে।
এ প্রসঙ্গে তনামি বলেন, প্রতিটি নাটকেই ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে। নাটকের গল্পগুলো চমৎকার। আশা করি, দর্শকের পছন্দ হবে।’ তিনি আরও বলেন, ‘বেশি দিন হয়নি মিডিয়ায় কাজ করছি। সব সময়ই চেষ্টা করেছি ভিন্ন ধারার কাজ করতে। এতদিনে অনেক কাজ করে রাতারাতি পরিচিতি পেতে পারতাম। তবে কখনোই আমি সস্তা জনপ্রিয়তা চাই না। মানহীন কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। ভালো কাজ অল্প হলেও সেগুলোই দর্শক মনে রাখে।’ এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তনামি অভিনীত শাহীন সুমনের সিনেমা ‘মাফিয়া’। এ ছাড়াও মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নিয়ে ‘জননী জন্মভূমি’ শিরোনামের একটি ভিন্ন ধারার চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তনামি হক।
সস্তা জনপ্রিয়তা চাই না : তনামি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ