ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সশস্ত্র হামলায় নাইজারের ১২ সেনা নিহত

  • আপডেট সময় : ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের পশ্চিমাঞ্চলে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১২ সেনা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

নাইজার, বুরকিনা ফাসো ও মালি, এই তিন দেশের সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার (২৫ এপ্রিল) হামলা এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার এই অঞ্চলটি আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত চরমপন্থি বিদ্রোহীদের কেন্দ্রস্থল বলে জানিয়েছে রয়টার্স।

বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সামরিক বাহিনীর একটি ইউনিট সাকোইরা গ্রামের প্রায় ১০ কিলোমিটার উত্তরে একটি অভিযানে গেলে তাদের ওপর হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের সম্ভাব্য পরিচয় সম্পর্কে কিছু বলেনি সেনাবাহিনী।
এর আগে মার্চে ওই তিন দেশের সীমান্তবর্তী এই কোকোরো অঞ্চলের ফোম্বিতা গ্রামে এক মসজিদে জঙ্গি হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছিল। এ হামলার জন্য তখন আইএসের সঙ্গে সম্পর্কিত ইআইজিএস গোষ্ঠীকে দায়ী করেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০১২ সালে তুয়ারেগদের বিদ্রোহ চলাকালে জঙ্গিরা মালির উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছিল। এরপর থেকেই আফ্রিকার পশ্চিম সাহেল অঞ্চলজুড়ে জঙ্গি তৎপরতা ও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পরে এই বিদ্রোহের ঢেউ মালির সীমান্ত পেরিয়ে প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতে বিস্তৃত হয়। অতি সম্প্রতি এই ঢেউ পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ টোগো ও ঘানার উত্তরাঞ্চলেও বিস্তৃত হয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তেজনা বাড়ালে কেউ আমাদের থামাতে পারবে না, হুঁশিয়ারি পাকিস্তানের

সশস্ত্র হামলায় নাইজারের ১২ সেনা নিহত

আপডেট সময় : ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের পশ্চিমাঞ্চলে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১২ সেনা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

নাইজার, বুরকিনা ফাসো ও মালি, এই তিন দেশের সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার (২৫ এপ্রিল) হামলা এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার এই অঞ্চলটি আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত চরমপন্থি বিদ্রোহীদের কেন্দ্রস্থল বলে জানিয়েছে রয়টার্স।

বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সামরিক বাহিনীর একটি ইউনিট সাকোইরা গ্রামের প্রায় ১০ কিলোমিটার উত্তরে একটি অভিযানে গেলে তাদের ওপর হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের সম্ভাব্য পরিচয় সম্পর্কে কিছু বলেনি সেনাবাহিনী।
এর আগে মার্চে ওই তিন দেশের সীমান্তবর্তী এই কোকোরো অঞ্চলের ফোম্বিতা গ্রামে এক মসজিদে জঙ্গি হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছিল। এ হামলার জন্য তখন আইএসের সঙ্গে সম্পর্কিত ইআইজিএস গোষ্ঠীকে দায়ী করেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০১২ সালে তুয়ারেগদের বিদ্রোহ চলাকালে জঙ্গিরা মালির উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছিল। এরপর থেকেই আফ্রিকার পশ্চিম সাহেল অঞ্চলজুড়ে জঙ্গি তৎপরতা ও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পরে এই বিদ্রোহের ঢেউ মালির সীমান্ত পেরিয়ে প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতে বিস্তৃত হয়। অতি সম্প্রতি এই ঢেউ পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ টোগো ও ঘানার উত্তরাঞ্চলেও বিস্তৃত হয়েছে।