ক্রীড়া ডেস্ক: ভারতের মাঠে সবশেষ দেখায় জয়ের স্বপ্ন গুঁড়িয়েছিল শেষ দিকে সেট-পিসে গোল হজম করে। এবারের ম্যাচ সামনে রেখে তাই এ দিক নিয়ে কাজ শুরু করেছেন হাভিয়ের কাবরেরা। অনুশীলন নিয়েও সন্তুষ্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচের খুব বেশি দেরি নেই। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষ ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের মাঠে খেলেছিল বাংলাদেশ।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামের সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও পরে সেট-পিস থেকে গোল খেয়ে জয় হাতছাড়া হয় সফরকারীদের। সৌদি আরবের তাইয়েফে চলমান ক্যাম্পে তাই সেট-পিস নিয়ে কাজ শুরু করেছেন কাবরেরা। প্রস্তুতি ম্যাচ খেলার কারণে খেলোয়াড়দের এদিন ভারি অনুশীলন করাননি কোচ। “অনুশীলন ভালো চলছে। আমরা আজ ছেলেদের ওপর কাজের চাপ কিছুটা কমিয়েছি, বেশি কাজ করেছি সেট-পিস নিয়ে এবং এই সেশন চলবে। সেশনটা ভালো এবং ডায়নামিক ছিল।” “যেটা আমরা দেখতে চেয়েছিলাম, ছেলেরা সেই রিকভারি কিছুটা করতে পেরেছে। কেননা, গত দুই দিন কেবল প্রস্তুতি ম্যাচই ছিল না, ছেলেদের রিকভারির ব্যাপারও ছিল। তো সব মিলিয়ে আজকের প্রস্তুতির লক্ষ্য ছিল এটাই এবং ফলাফল যেটা পেয়েছি, তা নিয়ে আমরা সবাই খুশি।”
টানা প্রস্তুতির ফলে ভারত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসীও হয়ে উঠছেন ফুটবলারাও। মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় যেমন বললেন, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। “প্রথমত, আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি। আমাদের যে পরের ম্যাচ ভারতের বিপক্ষে, এজন্য আমরা সবাই ভালো প্রস্তুতি নিচ্ছি সৌদির ক্যাম্পে।
কোচের যে পরিকল্পনা, আমরা সবাই যদি সে অনুযায়ী খেলতে পারি, ইনশাল্লাহ ভালো ফলের আশা করতে পারি।” “প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমি তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবল, আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী খেলতে পারলে আমরা ইতিবাচক ফলের আশা করছি। আসলে দলটা সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভালো একটা দল, আমিও এক হিসেবে জুনিয়র। আমি মনে করি, সক্রিয় থেকে, সবার সাথে মানিয়ে নিয়ে একসাথে ঠিকভাবে যদি আমরা খেলতে পারি, তাহলে ভালো ফলের আশা করতে পারি।” চূড়ান্ত দলে জায়গা পাওয়ার লড়াই খেলোয়াড়দের মনে-মগজে তৈরি করে দিয়েছে সেরাটা নিংড়ে দেওয়ার ভাবনা। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় মিডফিল্ডার পাপন সিংয়ের কথায় সেই প্রতিধ্বনি। “পরিবেশ অনেক ভালো, শিলংয়ের সাথে খাপ খাওয়ার জন্য সৌদিতে ট্রেনিং হচ্ছে। সবাই মনোযোগ দিয়ে ট্রেনিং করছে। যে সুযোগ পাবে, ভালো করবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সেরা একাদশে থাকার।”