ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সর্বোচ্চ ১৪ পর্বতশৃঙ্গ দুবার আরোহণে বিশ্ব রেকর্ড

  • আপডেট সময় : ১০:২৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : এক জীবনে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় একবার আরোহণের স্বপ্ন থাকে অনেকের। কিন্তু নেপালের এক শেরপা মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন দুবার। শুধু মাউন্ট এভারেস্ট নয়, বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের প্রতিটিতে দুবার করে উঠেছেন তিনি, যার প্রতিটির উচ্চতা আট হাজার মিটারেরও বেশি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে এ রেকর্ড করেছেন সানু শেরপা। তাঁর বয়স ৪৭ বছর। তিনি নেপালের উত্তরাঞ্চলের জেলা শঙ্খুবাসাবার বাসিন্দা। সানু যে সংস্থার মাধ্যমে পর্বতারোহণ করে থাকেন গত বৃহস্পতিবার, সেই সংস্থা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ওই হাইকিং কোম্পানির নাম পাইওনিয়ার অ্যাডভেঞ্চার। সংস্থাটি জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে পাকিস্তানের গশেরব্রাম–২ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠার মধ্য সানু শেরপা এ রেকর্ড গড়েছেন। গশেরব্রাম–২ হলো বিশ্বের ১৩তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৩৫ মিটার। পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের নির্বাহী পরিচালক নিবেশ কারকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তিনি (সানু শেরপা) বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ দুবার করে আরোহণ করেছেন।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সানু শেরপার ১৪টি পর্বতশৃঙ্গ দুবার আরোহণ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। মাউন্ট এভারেস্টসহ বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের মধ্যে ৮টির অবস্থান নেপালে। আর অন্য ছয়টি পর্বতশৃঙ্গের অবস্থান পাকিস্তান ও চীনের তিব্বত অঞ্চলে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ ১৪ পর্বতশৃঙ্গ দুবার আরোহণে বিশ্ব রেকর্ড

আপডেট সময় : ১০:২৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : এক জীবনে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় একবার আরোহণের স্বপ্ন থাকে অনেকের। কিন্তু নেপালের এক শেরপা মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন দুবার। শুধু মাউন্ট এভারেস্ট নয়, বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের প্রতিটিতে দুবার করে উঠেছেন তিনি, যার প্রতিটির উচ্চতা আট হাজার মিটারেরও বেশি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে এ রেকর্ড করেছেন সানু শেরপা। তাঁর বয়স ৪৭ বছর। তিনি নেপালের উত্তরাঞ্চলের জেলা শঙ্খুবাসাবার বাসিন্দা। সানু যে সংস্থার মাধ্যমে পর্বতারোহণ করে থাকেন গত বৃহস্পতিবার, সেই সংস্থা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ওই হাইকিং কোম্পানির নাম পাইওনিয়ার অ্যাডভেঞ্চার। সংস্থাটি জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে পাকিস্তানের গশেরব্রাম–২ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠার মধ্য সানু শেরপা এ রেকর্ড গড়েছেন। গশেরব্রাম–২ হলো বিশ্বের ১৩তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৩৫ মিটার। পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের নির্বাহী পরিচালক নিবেশ কারকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তিনি (সানু শেরপা) বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ দুবার করে আরোহণ করেছেন।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সানু শেরপার ১৪টি পর্বতশৃঙ্গ দুবার আরোহণ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। মাউন্ট এভারেস্টসহ বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের মধ্যে ৮টির অবস্থান নেপালে। আর অন্য ছয়টি পর্বতশৃঙ্গের অবস্থান পাকিস্তান ও চীনের তিব্বত অঞ্চলে।