আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে দেশটিতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই আহ্বান জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শি জিনপিং বলেন, পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় শি জিনপিং বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনাকে তিন দেশের যৌথভাবে সমর্থন করা উচিত।
এখন পর্যন্ত ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানায়নি চীন। এটিকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করতেও অস্বীকৃতি জানিয়ে আসছে দেশটি। বরং পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার ‘বৈধ নিরাপত্তা উদ্বেগ’-এর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে বেইজিং।
‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান চীনের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ