ক্রীড়া ডেস্ক: ফুটবলের যে কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দেখার পাশাপাশি দর্শকদের কৌতুহল থাকে সর্বাধিক গোলদাতা নিয়েও। আসরে বেশি গোলের পুরস্কার উঠবে কার হাতে- সেই প্রতিক্ষা শুরু হয় কিক অফ থেকেই। মঙ্গলবার শেষ হওয়া ফেডারেশন কাপ ফুটবলে একজন-দুইজন নয়, সাতজন যৌথভাবে হয়েছেন সর্বাদিক গোলদাতা। এবারের ফেডারেশন কাপের ২৪ ম্যাচে গোল হয়েছে ৭২টি। তিনটি করে গোল করা ৭ জন পেয়েছেন সর্বাধিক গোলের পুরস্কার।
তারা সবাই ৩টি করে গোল করেছেন। মঙ্গলবার ফাইনাল শেষে সর্বাধিক গোলদাতার পুরস্কার প্রদান করা হয়েছে বসুন্ধরা কিংসের তপু বর্মন ও আবাহনীর মোহাম্মদ ইব্রাহীমকে। অন্য ৫ জনের কেউই মঙ্গলবার উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। কারণ, দুই ফাইনালিস্ট কিংস ও আবাহনী ছাড়া অন্য কেনো দলের খেলোয়াড় ফাইনাল ভেন্যুতে ছিলেন না। অন্য ৫ জন হচ্ছেন- মোহামেডানের আরিফ হোসেন, রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন ও স্যামুয়েল বোয়েটেং, ব্রাদার্সের সাজ্জাদ হোসেন ও মুস্তাফা দ্রামাহ। ফেয়ার প্লে ট্রফি জিতেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
পুরোনো ঢাকার এই ক্লাবটি এলিমিনেশন ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যায় বসুন্ধরা কিংসের কাছে। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, টুর্নামেন্টসেরা গোলরক্ষক হয়েছেন আবাহনীর মিতুল মারমা এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন বসুন্ধরা কিংসের তপু বর্মন।