ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
সর্বহারা থেকে হিযবুত তাহরিরে, চেয়ারম্যান হত্যায় ৩০ বছরের কারাদ-প্রাপ্ত আসামি গ্রেপ্তার

সর্বহারা থেকে হিযবুত তাহরিরে, চেয়ারম্যান হত্যায় ৩০ বছরের কারাদ-প্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরিরে’র সক্রিয় সদস্য ও যশোরের অভয়নগরের ইউপি চেয়ারম্যান আকবর আলী হত্যা মামলায় ৩০ বছর সশ্রম কারাদ-প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. নিয়ামুল ইসলাম ওরফে শেখ ইমামুল ইসলাম লিটন ওরফে সুইট ওরফে রাজা ওরফে দুলাল ওরফে রানা। তিনি এক সময় সর্বাহারা পার্টির সামরিক বিভাগের সক্রিয় সদস্য ছিলেন। সোমবার দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কোতোয়ালী থানার নয়াবাজার আরমানিটোলা এলাকার একটি বাসায় অভিযান চালায় এটিইউ। অভিযানে মো. নিয়ামুল ইসলাম ওরফে শেখ ইমামুল ইসলাম লিটন ওরফে সুইট ওরফে রাজা ওরফে দুলাল ওরফে রানা নামের ‘হিযবুত তাহরিরের’ সক্রিয় সদস্য ও হত্যা মামলায় ৩০ বছর সশ্রম সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এটিইউ জানায়, গ্রেপ্তারকৃত মো. নিয়ামুল ইসলাম নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরিরের’ সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখ-তা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিলেন। ২০১৬ সালে যশোরের অভয়নগর থানার সিদ্ধিপাশা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে নাশকতার পরিকল্পনাকালীন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরিরের’ দুই সদস্যকে উগ্রবাদী লিফলেটসহ দুইজনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আসামি মো. নিয়ামুল ইসলামসহ অন্যান্য সাত থেকে আটজন কৌশলে পালিয়ে যান। আর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

গ্রেপ্তারকৃত মো. নিয়ামুল ইসলাম এর আগে সর্বহারা পার্টি এমএল (জনযুদ্ধ) এর সামরিক বিভাগের সক্রিয় সদস্য ও তৎকালীন সময়ে (১৯৯৬ সালে) অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়েনের চেয়ারম্যান আলী আকবর খান হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। চেয়ারম্যান আকবর আলী খান হত্যা মামলায় আদালত তাকে ৩০ বছর সশ্রম কারাদ-ের সাজা দেন। ২০০৯ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরিরের’ দাওয়াত পেয়ে তিনি বামপন্থী সংগঠন থেকে ধর্মীয় উগ্রবাদী সংগঠনে যোগদান করেন। তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত নিয়ামুলের বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাট থানায় দুইটি, খুলনার সদর ও তেরখাদা থানায় তিনটি, যশোরের অভয়নগর থানায় তিনটিসহ মোট আটটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যশোর অভয়নগর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী২০১৩) এবং বাগেরহাটের ফকিরহাট থানার মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তারকৃত মো. নিয়ামুল ইসলাম যশোরে অভয়নগর থানার সিদ্ধিপাশা (কাজীপাড়া) গ্রামের শেখ নজরুল ইসলাম মন্ডলের ছেলে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

সর্বহারা থেকে হিযবুত তাহরিরে, চেয়ারম্যান হত্যায় ৩০ বছরের কারাদ-প্রাপ্ত আসামি গ্রেপ্তার

সর্বহারা থেকে হিযবুত তাহরিরে, চেয়ারম্যান হত্যায় ৩০ বছরের কারাদ-প্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরিরে’র সক্রিয় সদস্য ও যশোরের অভয়নগরের ইউপি চেয়ারম্যান আকবর আলী হত্যা মামলায় ৩০ বছর সশ্রম কারাদ-প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. নিয়ামুল ইসলাম ওরফে শেখ ইমামুল ইসলাম লিটন ওরফে সুইট ওরফে রাজা ওরফে দুলাল ওরফে রানা। তিনি এক সময় সর্বাহারা পার্টির সামরিক বিভাগের সক্রিয় সদস্য ছিলেন। সোমবার দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কোতোয়ালী থানার নয়াবাজার আরমানিটোলা এলাকার একটি বাসায় অভিযান চালায় এটিইউ। অভিযানে মো. নিয়ামুল ইসলাম ওরফে শেখ ইমামুল ইসলাম লিটন ওরফে সুইট ওরফে রাজা ওরফে দুলাল ওরফে রানা নামের ‘হিযবুত তাহরিরের’ সক্রিয় সদস্য ও হত্যা মামলায় ৩০ বছর সশ্রম সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এটিইউ জানায়, গ্রেপ্তারকৃত মো. নিয়ামুল ইসলাম নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরিরের’ সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখ-তা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিলেন। ২০১৬ সালে যশোরের অভয়নগর থানার সিদ্ধিপাশা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে নাশকতার পরিকল্পনাকালীন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরিরের’ দুই সদস্যকে উগ্রবাদী লিফলেটসহ দুইজনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আসামি মো. নিয়ামুল ইসলামসহ অন্যান্য সাত থেকে আটজন কৌশলে পালিয়ে যান। আর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

গ্রেপ্তারকৃত মো. নিয়ামুল ইসলাম এর আগে সর্বহারা পার্টি এমএল (জনযুদ্ধ) এর সামরিক বিভাগের সক্রিয় সদস্য ও তৎকালীন সময়ে (১৯৯৬ সালে) অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়েনের চেয়ারম্যান আলী আকবর খান হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। চেয়ারম্যান আকবর আলী খান হত্যা মামলায় আদালত তাকে ৩০ বছর সশ্রম কারাদ-ের সাজা দেন। ২০০৯ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরিরের’ দাওয়াত পেয়ে তিনি বামপন্থী সংগঠন থেকে ধর্মীয় উগ্রবাদী সংগঠনে যোগদান করেন। তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত নিয়ামুলের বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাট থানায় দুইটি, খুলনার সদর ও তেরখাদা থানায় তিনটি, যশোরের অভয়নগর থানায় তিনটিসহ মোট আটটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যশোর অভয়নগর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী২০১৩) এবং বাগেরহাটের ফকিরহাট থানার মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তারকৃত মো. নিয়ামুল ইসলাম যশোরে অভয়নগর থানার সিদ্ধিপাশা (কাজীপাড়া) গ্রামের শেখ নজরুল ইসলাম মন্ডলের ছেলে।