ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সর্বকালের সর্বোচ্চ রেকর্ডে মেটার শেয়ার মূল্য

  • আপডেট সময় : ০৬:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: মেটার শেয়ার মূল্য সোমবার সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে, যা কোম্পানির নতুন এআই সুপারইন্টেলিজেন্স ইউনিট ঘিরে বিনিয়োগকারীদের বিপুল আগ্রহেরই প্রমাণ।

এদিন দুপুরে লেনদেনের সময় কোম্পানির শেয়ারের মূল্য ৭৪৭ দশমিক ৯০ ডলারে পৌঁছায়, যা ফেব্রুয়ারিতে মেটার করা আগের শেয়ারবাজার রেকর্ডকে ছাড়িয়ে যায়। ওই সময় কোম্পানিটি তাদের ‘কম দক্ষ’ হিসেবে চিহ্নিত করা পাঁচ শতাংশ কর্মী ছাটাইয়ের কাজ শুরু করেছিল।

সম্প্রতি মাইক্রোসফট ও এনভিডিয়ার মত কোম্পানির শেয়ার রেকর্ড বা এর কাছাকাছি দামে লেনদেন শেষ করেছে। ওই তালিকায় এবার মেটাও যুক্ত হল। অ্যাপল, অ্যামাজন, অ্যালফাবেট ও টেসলার শেয়ার মূল্য এখনও তাদের গত বছরের শেষ অথবা এ বছরের শুরুর সর্বোচ্চ দামের নিচে অবস্থান করছে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ ওপেন এআই ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে এআই খাতে ব্যাপক হারে নিয়োগ চালিয়ে যাচ্ছেন। জুনের শুরুর দিকে মেটা ঘোষণা করে, তারা এক হাজার চারশ ৩০ কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে স্কেল এআইয়ের সিইও অ্যালেক্সান্ডার ওয়াং ও তার কয়েকজন সহকর্মীকে নিয়োগ দেবে। সোশাল মিডিয়া কোম্পানিটি ন্যাট ফ্রিডম্যান ও তার ব্যবসায়ীক অংশীদার সেইফ সুপারইন্টেলিজেন্সের প্রধান ড্যানিয়েল গ্রসকেও নিয়োগ দিয়েছে। এটি একটি এআই স্টার্টআপ যার মূল্য তিন হাজার ২০০ কোটি ডলার। মেটার সেইফ সুপারইন্টেলিজেন্স কেনার চেষ্টায় স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ও এআই বিশেষজ্ঞ ইলিয়া সুটস্কেভার প্রত্যাখান করেছিলেন তখন।

সিএনবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ওয়াং ও ফ্রিডম্যান মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রধান হবেন। কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা ফাউন্ডেশন মডেল, প্রকল্প ও গবেষণা তত্ত্বাবধানের দায়িত্ব তাদের হাতে থাকবে। সুপারইন্টেলিজেন্স বলতে এমন প্রযুক্তিকে বোঝানো হয় যা মানুষের সক্ষমতাকেও ছাড়িয়ে যায়।

মেটা ওপেনএআইয়ের কিছু গবেষককেও নিজেদের দলে ভিড়িয়েছে। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক পডকাস্টে বলেছিলেন মেটা ১০ কোটি ডলার পর্যন্ত সাইনিং বোনাস অফার করেছে।

মেটার প্রযুক্তি প্রধান অ্যান্ড্রু বসওয়ার্থ সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানির এআই নিয়োগপ্রক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘প্রযুক্তি নির্বাহী হিসেবে আমার ২০ বছরের ক্যারিয়ারে এ ধরনের প্রতিভার বাজার সত্যিই অসাধারণ’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

সর্বকালের সর্বোচ্চ রেকর্ডে মেটার শেয়ার মূল্য

আপডেট সময় : ০৬:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

প্রযুক্তি ডেস্ক: মেটার শেয়ার মূল্য সোমবার সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে, যা কোম্পানির নতুন এআই সুপারইন্টেলিজেন্স ইউনিট ঘিরে বিনিয়োগকারীদের বিপুল আগ্রহেরই প্রমাণ।

এদিন দুপুরে লেনদেনের সময় কোম্পানির শেয়ারের মূল্য ৭৪৭ দশমিক ৯০ ডলারে পৌঁছায়, যা ফেব্রুয়ারিতে মেটার করা আগের শেয়ারবাজার রেকর্ডকে ছাড়িয়ে যায়। ওই সময় কোম্পানিটি তাদের ‘কম দক্ষ’ হিসেবে চিহ্নিত করা পাঁচ শতাংশ কর্মী ছাটাইয়ের কাজ শুরু করেছিল।

সম্প্রতি মাইক্রোসফট ও এনভিডিয়ার মত কোম্পানির শেয়ার রেকর্ড বা এর কাছাকাছি দামে লেনদেন শেষ করেছে। ওই তালিকায় এবার মেটাও যুক্ত হল। অ্যাপল, অ্যামাজন, অ্যালফাবেট ও টেসলার শেয়ার মূল্য এখনও তাদের গত বছরের শেষ অথবা এ বছরের শুরুর সর্বোচ্চ দামের নিচে অবস্থান করছে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ ওপেন এআই ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে এআই খাতে ব্যাপক হারে নিয়োগ চালিয়ে যাচ্ছেন। জুনের শুরুর দিকে মেটা ঘোষণা করে, তারা এক হাজার চারশ ৩০ কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে স্কেল এআইয়ের সিইও অ্যালেক্সান্ডার ওয়াং ও তার কয়েকজন সহকর্মীকে নিয়োগ দেবে। সোশাল মিডিয়া কোম্পানিটি ন্যাট ফ্রিডম্যান ও তার ব্যবসায়ীক অংশীদার সেইফ সুপারইন্টেলিজেন্সের প্রধান ড্যানিয়েল গ্রসকেও নিয়োগ দিয়েছে। এটি একটি এআই স্টার্টআপ যার মূল্য তিন হাজার ২০০ কোটি ডলার। মেটার সেইফ সুপারইন্টেলিজেন্স কেনার চেষ্টায় স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ও এআই বিশেষজ্ঞ ইলিয়া সুটস্কেভার প্রত্যাখান করেছিলেন তখন।

সিএনবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ওয়াং ও ফ্রিডম্যান মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রধান হবেন। কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা ফাউন্ডেশন মডেল, প্রকল্প ও গবেষণা তত্ত্বাবধানের দায়িত্ব তাদের হাতে থাকবে। সুপারইন্টেলিজেন্স বলতে এমন প্রযুক্তিকে বোঝানো হয় যা মানুষের সক্ষমতাকেও ছাড়িয়ে যায়।

মেটা ওপেনএআইয়ের কিছু গবেষককেও নিজেদের দলে ভিড়িয়েছে। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক পডকাস্টে বলেছিলেন মেটা ১০ কোটি ডলার পর্যন্ত সাইনিং বোনাস অফার করেছে।

মেটার প্রযুক্তি প্রধান অ্যান্ড্রু বসওয়ার্থ সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানির এআই নিয়োগপ্রক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘প্রযুক্তি নির্বাহী হিসেবে আমার ২০ বছরের ক্যারিয়ারে এ ধরনের প্রতিভার বাজার সত্যিই অসাধারণ’।