ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড স্পর্শ করলো বিটকয়েন

  • আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: এবার নতুন রেকর্ডে পৌঁছুলো বিটকয়েনের দাম। প্রথমবারের মতো এক লাখ ১২ হাজার ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে বিশ্বের সবচেয়ে দামি এই ডিজিটাল মুদ্রা, যা ক্রিপ্টোমুদ্রার ইতিহাসে এ যাবতকালে সর্বোচ্চ দাম।

বুধবার (৯ জুলাই) রাতে এই নতুন রেকর্ড গড়ল বিটকয়েন। বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ ও বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত চাহিদার কারণে ক্রিপ্টোমুদ্রাটির মূল্য বেড়েছে, যেখানে অর্থবাজারের বড় খেলোয়াড়রাও এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কিনছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

বিটকয়েনের দাম এর আগে সর্বোচ্চ উঠেছিল এক লাখ ১১ হাজার নয়শ ৮৯ ডলার পর্যন্ত এবং সর্বশেষ ০.৪ শতাংশ বেড়ে তা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার দুইশো ৫৯ ডলারে। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের মূল্য বেড়েছে ১৮ শতাংশেরও বেশি।

বুধবার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ‘প্রফেশনাল ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও সিইও আন্তোনি পম্পলিয়ানো লিখেছেন, “বিটকয়েনই একমাত্র সম্পদ যার আকার যত বড় হয় এর ঝুঁকিও তত কম হয়ে ওঠে। বিটকয়েনের বাজারমূল্য যখন ১০ থেকে ২০ হাজার কোটি ডলারের মধ্যে ছিল তখন খুব কমই অভিজ্ঞ বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করেছেন। এখন এই সম্পদের মূল্য ট্রিলিয়নে পৌঁছেছে। ফলে পৃথিবীর প্রায় সব বড় পুঁজি ব্যবস্থাপকরাই এতে বিনিয়োগ করতে পারছেন।

এই ডিজিটাল সম্পদের সার্বিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোবান্ধব বিভিন্ন নীতি, যা এই খাতে মূলধনের জোগান দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া এক নথিতে বলা হয়েছে, ‘এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড’ বা ইটিএফ চালুর পরিকল্পনা করছে ট্রাম্প পরিবারের মাধ্যমে পরিচালিত ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’, যা বিটকয়েন, ইথার, সোলানা, ও রিপল’সহ একাধিক ক্রিপ্টো টোকেনে বিনিয়োগ করবে। বিটকয়েনের এ দাম বাড়ার প্রভাব অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতেও পড়েছে। বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় বড় ডিজিটাল মুদ্রা ইথারের দামও বেড়েছে। এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে দুই হাজার সাতশ ৯৫ ডলারে পৌঁছেিেছএটি। সর্বশেষ ৫.৪ শতাংশ বেড়ে দুই হাজার সাতশ ৪১ ডলারে লেনদেন করেছে ইথার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড স্পর্শ করলো বিটকয়েন

আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

প্রযুক্তি ডেস্ক: এবার নতুন রেকর্ডে পৌঁছুলো বিটকয়েনের দাম। প্রথমবারের মতো এক লাখ ১২ হাজার ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে বিশ্বের সবচেয়ে দামি এই ডিজিটাল মুদ্রা, যা ক্রিপ্টোমুদ্রার ইতিহাসে এ যাবতকালে সর্বোচ্চ দাম।

বুধবার (৯ জুলাই) রাতে এই নতুন রেকর্ড গড়ল বিটকয়েন। বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ ও বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত চাহিদার কারণে ক্রিপ্টোমুদ্রাটির মূল্য বেড়েছে, যেখানে অর্থবাজারের বড় খেলোয়াড়রাও এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কিনছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

বিটকয়েনের দাম এর আগে সর্বোচ্চ উঠেছিল এক লাখ ১১ হাজার নয়শ ৮৯ ডলার পর্যন্ত এবং সর্বশেষ ০.৪ শতাংশ বেড়ে তা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার দুইশো ৫৯ ডলারে। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের মূল্য বেড়েছে ১৮ শতাংশেরও বেশি।

বুধবার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ‘প্রফেশনাল ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও সিইও আন্তোনি পম্পলিয়ানো লিখেছেন, “বিটকয়েনই একমাত্র সম্পদ যার আকার যত বড় হয় এর ঝুঁকিও তত কম হয়ে ওঠে। বিটকয়েনের বাজারমূল্য যখন ১০ থেকে ২০ হাজার কোটি ডলারের মধ্যে ছিল তখন খুব কমই অভিজ্ঞ বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করেছেন। এখন এই সম্পদের মূল্য ট্রিলিয়নে পৌঁছেছে। ফলে পৃথিবীর প্রায় সব বড় পুঁজি ব্যবস্থাপকরাই এতে বিনিয়োগ করতে পারছেন।

এই ডিজিটাল সম্পদের সার্বিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোবান্ধব বিভিন্ন নীতি, যা এই খাতে মূলধনের জোগান দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া এক নথিতে বলা হয়েছে, ‘এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড’ বা ইটিএফ চালুর পরিকল্পনা করছে ট্রাম্প পরিবারের মাধ্যমে পরিচালিত ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’, যা বিটকয়েন, ইথার, সোলানা, ও রিপল’সহ একাধিক ক্রিপ্টো টোকেনে বিনিয়োগ করবে। বিটকয়েনের এ দাম বাড়ার প্রভাব অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতেও পড়েছে। বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় বড় ডিজিটাল মুদ্রা ইথারের দামও বেড়েছে। এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে দুই হাজার সাতশ ৯৫ ডলারে পৌঁছেিেছএটি। সর্বশেষ ৫.৪ শতাংশ বেড়ে দুই হাজার সাতশ ৪১ ডলারে লেনদেন করেছে ইথার।