প্রযুুক্তি ডেস্ক : টিকটকের বৈশ্বিক নিরাপত্তা প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রোঁলা ক্লতিয়েঁ। সামাজিক মাধ্যমটির সাইবার নিরাপত্তা তদারকি করা ক্লতিয়েঁ নিজ পদ ছাড়লেও প্রতিষ্ঠানটির সঙ্গেই থাকবেন তিনি।
ক্লতিয়েঁর থাকার কথা নিজস্ব ওয়েবসাইটের এক মেমোতে টিকটক প্রকাশ করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ক্লতিয়েঁ বলেছেন, সম্প্রতি বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপটির নিরাপত্তা দলে বদল আনা এবং ব্যক্তিগত ডেটার ব্যবহার নিয়ে মার্কিন নিয়ন্ত্রকদের করা তদন্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
“যুক্তরাষ্ট্রে আমাদের ডেটা ব্যবস্থাপনায় পরিবর্তন সম্পর্কিত সাম্প্রতিক ঘোষণার সঙ্গে আমারও ‘গ্লোবাল চিফ সিকিউরিটি অফিসার’-এর ভূমিকা থেকে সরে আসার সময় এসেছে।” –মেমোতে লিখেছেন ক্লতিয়েঁ।
“কৌশলগত উপদেষ্টা ভুমিকায় নিরাপত্তা ও ট্রাস্ট প্রোগ্রামে ব্যবসায়িক প্রভাবের বিষয়ে নজর দিয়ে শৌ (সিইও), ডিংকুন (বাইটড্যান্স ভিপি) এবং অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে সরাসরি কাজ করতে হবে।”
সাইবার নিরাপত্তা সমস্যার পাশাপাশি ডেটা নিরাপত্তা সমস্যার কথা বিবেচনা করে দুই বছর আগে ক্লতিয়েঁকে নিয়োগ দিয়েছিল টিকটক। মাধ্যমটি চীনা মালিকানাধীন হওয়ায় তখন এসব সমস্যা ‘নতুন’ ছিল তাদের কাছে। টিকটক এখন তাদের বৈশ্বিক নিরাপত্তা দলে রদবদল করছে এবং চীন বিষয়ক নিরাপত্তা সমস্যাগুলো আরও স্থানীয় পর্যায়ের দলের কাছে নিয়ে যাচ্ছে। এরইমধ্যে ‘ইউএসডিএস’ নামে পরিচিত যুক্তরাষ্ট্র ভিত্তিক নতুন ডেটা নিরাপত্তা দল তৈরির ঘোষণা দিয়েছে টিকটক। মার্কিন ব্যবহারকারীর ডেটা সংরক্ষণ ও এই ডেটায় চীনের প্রবেশাধিকার কমানোর বিষয়টি তদারকি করবে তারা। রয়টার্সের আগের এক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি এমন একটি কাঠামো নিয়ে আলোচনা করছে যার অধীনে দলটি স্বাধীনভাবে কাজ করবে ও টিকটকের নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধানে থাকবে না। এক সূত্র মতে, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর নেতৃত্বাধীন টিকটক ইইউ সহ অন্যান্য অঞ্চলে অনুরূপ ডেটা নিরাপত্তা দল তৈরি করার কথা বিবেচনা করছে। ২০২০ সালে ক্লতিয়েঁকে বেতন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ‘অটোমেটেড ডেটা প্রসেসিং ইঙ্কর্পোরেটেড (এডিপি)’ থেকে এনেছিল কোম্পানিটি।
আপাতত বৈশ্বিক নিরাপত্তা প্রধানের দায়িত্ব পালন করবেন টিকটকের নিরাপত্তা দলের জ্যেষ্ঠ সদস্য কিম আলবারেলা। এর আগে এডিপি’র সঙ্গে এক দশকেরও বেশি সময় কাজ করেছেন তিনি। মার্কিন ব্যবহারকারীর ডেটা নিরাপত্তা নিয়ে ক্রমশ দেশটির সিনেটরদের প্রশ্নের মুখে পড়েছে টিকটক। এ ছাড়া, দেশটির ফেডারেল ট্রেড কমিশনকে বিষয়টি তদন্ত করার ইচ্ছেও পোষণ করেছেন কয়েকজন। জুলাই মাসের শুরুতে টিকটক দেশটির আইন প্রণেতাদের বলেছে, বাইডেন প্রশাসনের সঙ্গে চূড়ান্ত একটি চুক্তি নিয়ে কাজ করছে তারা, যা মার্কিন ব্যবহারকারীর ডেটা ও জাতীয় নিরাপত্তা স্বার্থকে পুরোপুরি সমর্থন দেবে।
সরে দাঁড়াচ্ছেন টিকটকের বৈশ্বিক নিরাপত্তা প্রধান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ