ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

সরাসরি ভোটে রাষ্ট্রপতি, ‘না’ ভোট ফিরিয়ে আনাসহ একগুচ্ছ সুপারিশ

  • আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করাসহ বেশ কয়েকটি সুপারিশ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এসব সুপারিশের মধ্যে রয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া, ‘না’ ভোট ফিরিয়ে আনা, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক মতবিনিময় সভার সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এসব তথ্য জানান। বদিউল আলম মজুমদার বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে। কেউ কেউ সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন। সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে। এছাড়া রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে। প্রযুক্তি ব্যবহারের কথাও এসেছে।’
এসব সুপারিশ নিয়ে সংস্কার কমিশনও ভাবছে জানিয়ে কমিশন প্রধান বলেন, ‘বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে। কতো শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়েও কথা হয়েছে। এছাড়া না ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে বিষয়ে আলোচনা হয়েছে।’ বদিউল আলম মজুমদারের আগে সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়। ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিটির।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরাসরি ভোটে রাষ্ট্রপতি, ‘না’ ভোট ফিরিয়ে আনাসহ একগুচ্ছ সুপারিশ

আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক :সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করাসহ বেশ কয়েকটি সুপারিশ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এসব সুপারিশের মধ্যে রয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া, ‘না’ ভোট ফিরিয়ে আনা, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক মতবিনিময় সভার সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এসব তথ্য জানান। বদিউল আলম মজুমদার বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে। কেউ কেউ সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন। সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে। এছাড়া রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে। প্রযুক্তি ব্যবহারের কথাও এসেছে।’
এসব সুপারিশ নিয়ে সংস্কার কমিশনও ভাবছে জানিয়ে কমিশন প্রধান বলেন, ‘বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে। কতো শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়েও কথা হয়েছে। এছাড়া না ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে বিষয়ে আলোচনা হয়েছে।’ বদিউল আলম মজুমদারের আগে সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়। ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিটির।