খেলা ডেস্ক : আগামী জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির ওয়ানডে লিগে ১১তম স্থানে থাকা প্রোটিয়াদের ওয়ানডে লিগের গুরুত্বপূর্ণ সিরিজে পয়েন্টশূন্য থাকাটা নিশ্চিত হয়ে যাওয়ায় তাদের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও শঙ্কার মধ্যে পড়ে গেল। ওয়ানডে লিগে নিজেদের ১৩টি ওয়ানডের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগামী বছরের মে মাসের মধ্যে নিজেদেরকে ১১তম স্থান থেকে আটে নিতে না পারলে র্যাঙ্কিংয়ের নিচের দিকের দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে জানুয়ারিতে নির্ধারিত সিরিজটি ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজটি জিততে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতির বড় একটা সম্ভাবনা তৈরি হতো। তবে এই সিরিজটি দক্ষিণ আফ্রিকা খেলবে না ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে মতৈক্য না হওয়ায়।