মন্সীগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কাকে নিছক কোনও দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। এখানে কোনও অন্তর্ঘাত আছে কি-না, তা তদন্ত করে দেখতে হবে।’
গতকাল শুক্রবার বিকালে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালি ফসল। এটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও পদ্মা সেতুর পেছনে লোক লেগে আছে।’
উপস্থিত সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সরষের মধ্যে ভূত আছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। পদ্মা সেতুতে আঘাত করে সারাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। পদ্মা সেতু পুরো জাতির সম্পদ।’
ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি, আগামী বছর জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। এ পর্যন্ত সেতুর মোট ৯৪ দশমিক ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন- সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।
সরষের মধ্যে ভূত আছে কিনা তদন্ত করতে হবে : সেতুমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ