ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের উপরে

  • আপডেট সময় : ০২:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তবু দাম কমছে না। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম ছিল আকাশচুম্বী। এখন কিছুটা কমেছে, তবে সেটিও অনেক বেশি। ভরা মৌসুমেও তাই ইলিশের ঘ্রান নিতে পারছে না মধ্যবিত্ত।

বাজারে সরবরাহ বাড়ায় ছোট-বড় সব সাইজের ইলিশের দাম কেজিপ্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তাতেও ১ কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ২ হাজার টাকার বেশি। আবার খুচরা বাজারের তুলনায় সুপারশপগুলোতে ইলিশের দাম আরো বেশি রাখা হচ্ছে।

রোববার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কয়েকটি বাজার ও সুপারশপ ঘুরে এ চিত্র দেখা গেছে।

১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের অড়তে ভোর থেকে ইলিশ মাছ পাইকারিতে বিক্রি হয়। ওই বাজারে খুচরায়ও ইলিশ বিক্রি হয়। পাইকারিতে কিনে ১০০ থেকে ২০০ টাকা লাভে বিক্রি করতে দেখা যায় খুচরা বিক্রেতাদের। পাইকারিতে ১৯০০ টাকা প্রতি কেজিতে কেনা ইলিশ ২১০০ বা ২২০০ টাকায় বিক্রি করছেন তারা। ওজন এক কেজির চেয়ে কিছুটা বেশি এমন ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২৪০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮০০ গ্রামের ইলিশ ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ গ্রামের ছোট সাইজের ইলিশ ১২০০-১৩০০ টাকা বিক্রি হচ্ছে।

সুপারশপ স্বপ্নে ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২৩৯০ টাকা, ১ কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৭৯০ টাকা।

মাছ ব্যবসায়ীরা জানান, আজ ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ৩ হাজার টাকার ইলিশ আজ ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমে এসেছে।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে যেখানে ৩০০০-৩২০০ টাকা ইলিশের কেজি ছিল, এই সপ্তাহে তা কমে ২৪০০-২৬০০ টাকা হয়েছে। এ ছাড়া জাটকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকায়।

মাছ ব্যবসায়ী জমির উদ্দিন বলেন, বাজারে পর্যাপ্ত ইলিশ রয়েছে। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। আজ ২১০০ টাকায় ইলিশ বিক্রি হচ্ছে। ছোট ইলিশ ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ছোট সাইজের ইলিশের সরবরাহ বেশি, দামও কম। সবাই এসেই পদ্মার ইলিশ চায়। অন্য জেলার তুলনায় চাঁদপুরের ইলিশের দামে একটু বেশি।

কারওয়ান বাজার থেকে ৭০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ কিনেছেন মোখলেছুর রহমান। তিনি বলেন, ১৪০০ টাকা কেজি দরে নিয়েছি। পদ্মার ইলিশ বলে দিয়েছে। মৌসুমে প্রথমবারের মতো ইলিশ কিনলাম। বাজারে প্রচুর ইলিশ আছে। তবে বড় ইলিশ ২ হাজারের নিচে নাই। আমাদের ছোট ইলিশের ওপরেই ভরসা।

মিনা বাজারে ১কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৮৫৪ টাকা, ৫০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৮৫০ টাকা, ৭০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ১৪৯৫ টাকা।

অনলাইন প্লাটফর্ম চালডালে ৪০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৪৫৯ টাকা, ৫০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৬৯৯ টাকা, ৬০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৭৯৯ টাকা, ৮০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ১৭১৯ টাকা, ১.১০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৩০১৯ টাকা, ১০০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৬৯৯ টাকা ও ৯০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৪৫৯ টাকা।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের উপরে

আপডেট সময় : ০২:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তবু দাম কমছে না। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম ছিল আকাশচুম্বী। এখন কিছুটা কমেছে, তবে সেটিও অনেক বেশি। ভরা মৌসুমেও তাই ইলিশের ঘ্রান নিতে পারছে না মধ্যবিত্ত।

বাজারে সরবরাহ বাড়ায় ছোট-বড় সব সাইজের ইলিশের দাম কেজিপ্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তাতেও ১ কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ২ হাজার টাকার বেশি। আবার খুচরা বাজারের তুলনায় সুপারশপগুলোতে ইলিশের দাম আরো বেশি রাখা হচ্ছে।

রোববার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কয়েকটি বাজার ও সুপারশপ ঘুরে এ চিত্র দেখা গেছে।

১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের অড়তে ভোর থেকে ইলিশ মাছ পাইকারিতে বিক্রি হয়। ওই বাজারে খুচরায়ও ইলিশ বিক্রি হয়। পাইকারিতে কিনে ১০০ থেকে ২০০ টাকা লাভে বিক্রি করতে দেখা যায় খুচরা বিক্রেতাদের। পাইকারিতে ১৯০০ টাকা প্রতি কেজিতে কেনা ইলিশ ২১০০ বা ২২০০ টাকায় বিক্রি করছেন তারা। ওজন এক কেজির চেয়ে কিছুটা বেশি এমন ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২৪০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮০০ গ্রামের ইলিশ ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ গ্রামের ছোট সাইজের ইলিশ ১২০০-১৩০০ টাকা বিক্রি হচ্ছে।

সুপারশপ স্বপ্নে ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২৩৯০ টাকা, ১ কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৭৯০ টাকা।

মাছ ব্যবসায়ীরা জানান, আজ ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ৩ হাজার টাকার ইলিশ আজ ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমে এসেছে।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে যেখানে ৩০০০-৩২০০ টাকা ইলিশের কেজি ছিল, এই সপ্তাহে তা কমে ২৪০০-২৬০০ টাকা হয়েছে। এ ছাড়া জাটকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকায়।

মাছ ব্যবসায়ী জমির উদ্দিন বলেন, বাজারে পর্যাপ্ত ইলিশ রয়েছে। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। আজ ২১০০ টাকায় ইলিশ বিক্রি হচ্ছে। ছোট ইলিশ ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ছোট সাইজের ইলিশের সরবরাহ বেশি, দামও কম। সবাই এসেই পদ্মার ইলিশ চায়। অন্য জেলার তুলনায় চাঁদপুরের ইলিশের দামে একটু বেশি।

কারওয়ান বাজার থেকে ৭০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ কিনেছেন মোখলেছুর রহমান। তিনি বলেন, ১৪০০ টাকা কেজি দরে নিয়েছি। পদ্মার ইলিশ বলে দিয়েছে। মৌসুমে প্রথমবারের মতো ইলিশ কিনলাম। বাজারে প্রচুর ইলিশ আছে। তবে বড় ইলিশ ২ হাজারের নিচে নাই। আমাদের ছোট ইলিশের ওপরেই ভরসা।

মিনা বাজারে ১কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৮৫৪ টাকা, ৫০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৮৫০ টাকা, ৭০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ১৪৯৫ টাকা।

অনলাইন প্লাটফর্ম চালডালে ৪০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৪৫৯ টাকা, ৫০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৬৯৯ টাকা, ৬০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৭৯৯ টাকা, ৮০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ১৭১৯ টাকা, ১.১০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৩০১৯ টাকা, ১০০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৬৯৯ টাকা ও ৯০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৪৫৯ টাকা।

এসি/