ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

সরকার রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে: ড. ইফতেখারুজ্জামান

  • আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের অতি ক্ষমতায়নের চাপের কারণে তাদের কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এই সরকারের যে ম্যান্ডেট ছিল, সেটিকে তারা জোরালোভাবে ধারন করতে পারছে না।

শনিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘সমাবেশ ও সম্মেলন’ শীর্ষক এক আলোচনা সভায় ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের পেছনে যে রেজিম কাজ করছে- তা এতটাই ক্ষমতাশালী যে, সরকার বাধ্য হয়ে নতি স্বীকার করছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমলাতন্ত্র সংস্কারের নামে যা হচ্ছে তা যথেষ্ট নয়। শিক্ষা খাত থেকেই যেখানে জুলাই অভ্যুত্থানের সূচনা, সেই খাতের সংস্কারে এখনও কোনো কমিশন গঠন করা হয়নি।

রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীরা মিলে দেশে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, এত কম সময়ে কোনো দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের উদাহরণ বিশ্বে নেই। এর পেছনে ব্যবসায়ীদেরও বড় ভূমিকা ছিল। কিন্তু ব্যবসা খাতের সংস্কার নিয়েও কোনো আলোচনা নেই।

গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়েও কোনো উদ্যোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সেখানে শুধু কয়েকজন মানুষের পদের পরিবর্তন হয়েছে, আচরণের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে দেশে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত চর্চা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৫

সরকার রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে: ড. ইফতেখারুজ্জামান

আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের অতি ক্ষমতায়নের চাপের কারণে তাদের কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এই সরকারের যে ম্যান্ডেট ছিল, সেটিকে তারা জোরালোভাবে ধারন করতে পারছে না।

শনিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘সমাবেশ ও সম্মেলন’ শীর্ষক এক আলোচনা সভায় ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের পেছনে যে রেজিম কাজ করছে- তা এতটাই ক্ষমতাশালী যে, সরকার বাধ্য হয়ে নতি স্বীকার করছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমলাতন্ত্র সংস্কারের নামে যা হচ্ছে তা যথেষ্ট নয়। শিক্ষা খাত থেকেই যেখানে জুলাই অভ্যুত্থানের সূচনা, সেই খাতের সংস্কারে এখনও কোনো কমিশন গঠন করা হয়নি।

রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীরা মিলে দেশে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, এত কম সময়ে কোনো দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের উদাহরণ বিশ্বে নেই। এর পেছনে ব্যবসায়ীদেরও বড় ভূমিকা ছিল। কিন্তু ব্যবসা খাতের সংস্কার নিয়েও কোনো আলোচনা নেই।

গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়েও কোনো উদ্যোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সেখানে শুধু কয়েকজন মানুষের পদের পরিবর্তন হয়েছে, আচরণের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে দেশে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত চর্চা।