ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

সরকার পতনে সব দলের প্রতি ঐক্যের ডাক ফখরুলের

  • আপডেট সময় : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে সরকারের পতনের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সব ভেদাভেদ ভুলে সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার হটাতে হবে।’
গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। ফখরুল অভিযোগ করে বলেন, ‘আন্তর্জাতিক একটি শক্তি দেশকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে বলেই বিডিআর বিদ্রোহ হয়েছে। আর বর্তমান সরকার সেই শক্তির সঙ্গে কাজ করছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ধ্বংস করতেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেয়াই ছিল বিডিআর বিদ্রোহের গভীর ষড়যন্ত্র। যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে ধ্বংস করতে চায় বর্তমান সরকার সেই শক্তি হয়ে কাজ করছে।’
বিডিআর ও ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় সঠিক বিষয়গুলো এখনও জানা যাচ্ছে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বিদ্রোহ দমনে সেদিন সেনাবাহিনীকে পাঠানো হয়নি রাজনৈতিক নির্দেশেই, এটা প্রমাণিত। বরং সরকার বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেছে।’
সরকার পতনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সব মতের রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো। সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সরকার পতনে সব দলের প্রতি ঐক্যের ডাক ফখরুলের

আপডেট সময় : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে সরকারের পতনের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সব ভেদাভেদ ভুলে সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার হটাতে হবে।’
গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। ফখরুল অভিযোগ করে বলেন, ‘আন্তর্জাতিক একটি শক্তি দেশকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে বলেই বিডিআর বিদ্রোহ হয়েছে। আর বর্তমান সরকার সেই শক্তির সঙ্গে কাজ করছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ধ্বংস করতেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেয়াই ছিল বিডিআর বিদ্রোহের গভীর ষড়যন্ত্র। যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে ধ্বংস করতে চায় বর্তমান সরকার সেই শক্তি হয়ে কাজ করছে।’
বিডিআর ও ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় সঠিক বিষয়গুলো এখনও জানা যাচ্ছে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বিদ্রোহ দমনে সেদিন সেনাবাহিনীকে পাঠানো হয়নি রাজনৈতিক নির্দেশেই, এটা প্রমাণিত। বরং সরকার বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেছে।’
সরকার পতনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সব মতের রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো। সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।