ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সরকার ইচ্ছা করে খালেদাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আইনে সুযোগ থাকলেও সরকার ইচ্ছে করে বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। গত শনিবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বিএনপি নেতারা। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবারও তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও গত বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আবেদন গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন। কিন্তু দলের চেয়ারপারসন গুরুতর অসুস্থ দাবি করে তার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। এই দাবিতে আগামীকাল শনিবার গণঅনশন কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার ইস্যু নিয়ে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আইনি সুযোগ নেই একথা ঠিক নয়। সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারে। তারা চাইলে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশেও পাঠাতে পারেন। কিন্তু সরকার ইচ্ছা করে অনুমতি দিচ্ছে না। বিএনপি প্রধান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমনটা জানিয়ে ফখরুল বলেন, রাজনীতির পাশাপাশি খালেদা জিয়াকে জীবন থেকেও সরিয়ে দিতে সরকার ষড়যন্ত্র করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সরকার ইচ্ছা করে খালেদাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : আইনে সুযোগ থাকলেও সরকার ইচ্ছে করে বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। গত শনিবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বিএনপি নেতারা। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবারও তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও গত বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আবেদন গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন। কিন্তু দলের চেয়ারপারসন গুরুতর অসুস্থ দাবি করে তার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। এই দাবিতে আগামীকাল শনিবার গণঅনশন কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার ইস্যু নিয়ে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আইনি সুযোগ নেই একথা ঠিক নয়। সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারে। তারা চাইলে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশেও পাঠাতে পারেন। কিন্তু সরকার ইচ্ছা করে অনুমতি দিচ্ছে না। বিএনপি প্রধান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমনটা জানিয়ে ফখরুল বলেন, রাজনীতির পাশাপাশি খালেদা জিয়াকে জীবন থেকেও সরিয়ে দিতে সরকার ষড়যন্ত্র করছে।