নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে সরকার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার এখানে তার সুযোগ নেই। সরকার যেটা করছে তা পুরোপুরি অমানবিক। জঘন্য কাজ।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসে এসব কথা বলেন মান্না। দুপুর দেড়টায় হাসপাতালে ঢুকেন তিনি। প্রায় পনের মিনিট খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করে পৌনে দুইটায় হাসপাতাল থেকে বের হন। এসময় সাংবাদিকদের মান্না বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সিসিইউতে থাকা এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার তা এখানে সেরকম সুযোগ নেই। চিকিৎসকরা সার্বক্ষণিক চেষ্টা করেছেন। তিনি বলেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সরকার যেটা করছে তা পুরোপুরি অমানবিক। জঘন্য কাজ। রাজনীতি, ক্ষমতা, বিদ্বেষ যত ধরনের খারাপ কাজ আছে, তার সব মিলে সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে।
নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সবশেষ গত শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চলছে।
সরকার অমানবিক আচরণ করছে, খালেদাকে দেখে এসে মান্না
ট্যাগস :
সরকার অমানবিক আচরণ করছে
জনপ্রিয় সংবাদ