ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সরকারের ব্যর্থতায় দেশে ভয়ঙ্কর পরিস্থিতি: ফখরুল

  • আপডেট সময় : ০২:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘উত্তাল মার্চ ১৯৭১’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশ রক্ষায় সব রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে এক করে বৃহত্তর ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের ব্যর্থতায় দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জোর করে ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘উত্তাল মার্চ ১৯৭১’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে এবং পরিকল্পিতভাবে করছে। তারা আজ মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করছে। এই সবকিছুই করছে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য।
তিনি বলেন, এই সরকার আজ জোর করে আমাদের বুকের ওপর বসে আছে। আজ যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে- তাদেরকে হত্যা করছে, নির্যাতন করছে। ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আজ পাকিস্তানি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানিরা যা করেছে, বর্তমানে আওয়ামী লীগও তাই করছে। দ্রব্যমূল্য নিয়ে দেশে সংকট তৈরি হয়েছে। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই সরকারকে বিদায় করে খালেদা জিয়াকে মুক্তি করবো, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ব্যর্থতায় দেশে ভয়ঙ্কর পরিস্থিতি: ফখরুল

আপডেট সময় : ০২:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘উত্তাল মার্চ ১৯৭১’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশ রক্ষায় সব রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে এক করে বৃহত্তর ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের ব্যর্থতায় দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জোর করে ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘উত্তাল মার্চ ১৯৭১’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে এবং পরিকল্পিতভাবে করছে। তারা আজ মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করছে। এই সবকিছুই করছে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য।
তিনি বলেন, এই সরকার আজ জোর করে আমাদের বুকের ওপর বসে আছে। আজ যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে- তাদেরকে হত্যা করছে, নির্যাতন করছে। ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আজ পাকিস্তানি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানিরা যা করেছে, বর্তমানে আওয়ামী লীগও তাই করছে। দ্রব্যমূল্য নিয়ে দেশে সংকট তৈরি হয়েছে। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই সরকারকে বিদায় করে খালেদা জিয়াকে মুক্তি করবো, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।