ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

সরকারের ‘পতন ঘটাতে ইশতেহার’ তৈরি করছে বিএনপি

  • আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিদায় করতে বিএনপি ইশতেহার তৈরি করছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তাদের ভাষ্য, সরকারকে আর কোনো ছাড় দেয়া হবে না। যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনি হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন পরিকল্পনার কথা জানান দলটির নেতারা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এই সমাবেশের আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতারা বক্তব্য দেন। মির্জা আব্বাস বলেন, ‘অনির্বাচিত এ সরকারকে আর ছাড় দেওয়া হবে না। কিভাবে এই সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। ইভিএম বুঝি না, ইভিএম চিনি না। কাজেই আগামী নির্বাচন ইভিএম না কীভাবে হবে সেটা বিষয় নয়।’
‘দলীয় সরকার কিংবা শেখ হাসিনাকে দায়িত্বে রেখে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। হাসিনার অধীনে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত নয়। বরং কীভাবে এই সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।’
বিএনপিকে ‘পতিত দল’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, ‘জেলখানায় কান ধরে যিনি বলেছিলেন জীবনে আর কোনো দিন রাজনীতি করবেন না আজ তিনি বলেন বিএনপি পতিত দল। আমার কথা হচ্ছে, বিএনপি যদি পতিত দল হয় তাহলে বিএনপিকে নিয়ে আপনাদের এত ভয় কেন? কেন বিএনপিকে মিটিং মিছিল সভা সমাবেশ করতে দিতে চান না।’
তিনি বলেন, ‘৪০ বছর অতিবাহিত হওয়ার পরও যদি যুদ্ধাপরাধীদের বিচার হয়ে থাকে, হতে পারে তাহলে প্রয়োজনে আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাদেরও বিচার হবে, আমরা যদি তখন বেঁচে নাও থাকি আপনাদের বিচার করার লোকের অভাব হবে না।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন থাহলে ছেড়ে দেন ক্ষমতা, পদত্যাগ করুন। জনগণ খুশি হলে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে আমরাও মেনে নেব। বেশি কিছু তো চাচ্ছি না, আমরা শুধু একটি বিষয় চাইছি সেটি হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।’
বর্তমান সরকারের পতন ঘটাতে বিএনপি একটা ইশতেহার করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কিভাবে এই সরকারকে সরানো যায় সেজন্য বিএনপি একটা ইশতেহার তৈরি করছে। এবার সরাসরি অ্যাকশনে যেতে হবে।’
বিএনপি নেতা গয়েশ্বর বলেন, ‘অনেকে বলছেন বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে কিন্তু আমি বিশ্বাস করি না। এমন তো হতে পারে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটতে পারে তখন শ্রীলঙ্কার ঘটনা মানুষ ভুলে যাবে। আর কোনো রিএ্যাকশন নয় এখন থেকে এ্যাকশন। অধিকার আদায়ে কথা বললে জেলখানায় নেবেন? নিতে পারেন কিন্তু আপনারা সেই জেলখানায় যেতে পারেন কি না একটু ভাবেন।’
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘নির্বাচনে যেতে নির্বাচনী ইশতেহার তৈরি করছে না বিএনপি। এই সরকারকে কিভাবে বিদায় করা যায় বিএনপি সেই ইশতেহার তৈরি করছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে যারা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে বলছেন আমি বলব তারা নাস্তিক। আল্লাহর ওপর তাদের কোনো বিশ্বাস নাই।’
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

সরকারের ‘পতন ঘটাতে ইশতেহার’ তৈরি করছে বিএনপি

আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিদায় করতে বিএনপি ইশতেহার তৈরি করছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তাদের ভাষ্য, সরকারকে আর কোনো ছাড় দেয়া হবে না। যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনি হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন পরিকল্পনার কথা জানান দলটির নেতারা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এই সমাবেশের আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতারা বক্তব্য দেন। মির্জা আব্বাস বলেন, ‘অনির্বাচিত এ সরকারকে আর ছাড় দেওয়া হবে না। কিভাবে এই সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। ইভিএম বুঝি না, ইভিএম চিনি না। কাজেই আগামী নির্বাচন ইভিএম না কীভাবে হবে সেটা বিষয় নয়।’
‘দলীয় সরকার কিংবা শেখ হাসিনাকে দায়িত্বে রেখে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। হাসিনার অধীনে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত নয়। বরং কীভাবে এই সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।’
বিএনপিকে ‘পতিত দল’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, ‘জেলখানায় কান ধরে যিনি বলেছিলেন জীবনে আর কোনো দিন রাজনীতি করবেন না আজ তিনি বলেন বিএনপি পতিত দল। আমার কথা হচ্ছে, বিএনপি যদি পতিত দল হয় তাহলে বিএনপিকে নিয়ে আপনাদের এত ভয় কেন? কেন বিএনপিকে মিটিং মিছিল সভা সমাবেশ করতে দিতে চান না।’
তিনি বলেন, ‘৪০ বছর অতিবাহিত হওয়ার পরও যদি যুদ্ধাপরাধীদের বিচার হয়ে থাকে, হতে পারে তাহলে প্রয়োজনে আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাদেরও বিচার হবে, আমরা যদি তখন বেঁচে নাও থাকি আপনাদের বিচার করার লোকের অভাব হবে না।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন থাহলে ছেড়ে দেন ক্ষমতা, পদত্যাগ করুন। জনগণ খুশি হলে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে আমরাও মেনে নেব। বেশি কিছু তো চাচ্ছি না, আমরা শুধু একটি বিষয় চাইছি সেটি হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।’
বর্তমান সরকারের পতন ঘটাতে বিএনপি একটা ইশতেহার করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কিভাবে এই সরকারকে সরানো যায় সেজন্য বিএনপি একটা ইশতেহার তৈরি করছে। এবার সরাসরি অ্যাকশনে যেতে হবে।’
বিএনপি নেতা গয়েশ্বর বলেন, ‘অনেকে বলছেন বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে কিন্তু আমি বিশ্বাস করি না। এমন তো হতে পারে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটতে পারে তখন শ্রীলঙ্কার ঘটনা মানুষ ভুলে যাবে। আর কোনো রিএ্যাকশন নয় এখন থেকে এ্যাকশন। অধিকার আদায়ে কথা বললে জেলখানায় নেবেন? নিতে পারেন কিন্তু আপনারা সেই জেলখানায় যেতে পারেন কি না একটু ভাবেন।’
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘নির্বাচনে যেতে নির্বাচনী ইশতেহার তৈরি করছে না বিএনপি। এই সরকারকে কিভাবে বিদায় করা যায় বিএনপি সেই ইশতেহার তৈরি করছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে যারা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে বলছেন আমি বলব তারা নাস্তিক। আল্লাহর ওপর তাদের কোনো বিশ্বাস নাই।’
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ বক্তব্য দেন।