নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার আরেকটি তামাশার নির্বাচন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আসন্ন নির্বাচনে শেখ হাসিনা যে তালিকা ধরিয়ে দেবেন, কমিশন সেই তালিকা অনুযায়ী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবে বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল রোববার (৫ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘একেবারে নিশ্চুপ, নিস্তব্ধ পরিবেশে তারা নির্বাচনের নামে আরেকটি তামাশা করবে এবং নির্বাচন কমিশন শেখ হাসিনা যে তালিকা ধরিয়ে দেবেন, সেই তালিকা অনুযায়ী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবেন।’
সারা দেশে ভয়ংকর গ্রেফতারের ঝড় ধেয়ে আসছে অভিযোগ করে তিনি বলেন, ‘তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকারের ধেয়ে আসা গ্রেফতার ঝড় চলছে। সারা দেশকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিবাদী সরকার। দেশকে বিরোধী দলশূন্য করার প্রক্রিয়া হাতে নিয়েছে তারা।’ গোটা জাতিকে ঋণগ্রস্ত করে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন বলেও জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। নেতাকর্মীদের সতর্ক থেকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য সরকার নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। তাছাড়া কারও মুক্তি নেই।’
এ সময় রিজভী সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলার বিবরণ তুলে ধরে বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৬১ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ ২৯ জুলাই তারিখ থেকে এখন পর্যন্ত বিএনপি ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে ৭ হাজার ৯৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৫১৫টির বেশি। এসব মামলায় আসামি করা হয়েছে ৩৯ হাজার ৬২০ জন। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৭৯১ জনের বেশি নেতাকর্মী এবং একজন সাংবাদিকসহ ১০ জনের মৃত্যু হয়েছে।


























