ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

সরকারের কেনা ভারতীয় চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার

  • আপডেট সময় : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি উদ্যোগে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাল কেনার জন্য গত মাসে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে খাদ্য অধিদপ্তর। সেখানে অংশ নিয়ে ভারতীয় একটি কোম্পানি ৫০ হাজার টন চাল সরবরাহের কাজ পায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি টানিস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। “এটি বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের আমলে ভারত থেকে চালের প্রথম চালান। চাল আমদানির চুক্তিটি হয় গত ১১ নভেম্বর।” জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্র্বতী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা গতি হারায়।

তবে ভারত থেকে ‘নানা কারণে’ চালসহ জরুরি পণ্যের আমদানি অব্যাহত রাখতে চায় অধ্যাপক ইউনূস নেতৃত্বাধীন সরকার। গত ৮ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “আমরা প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে মূলত ভারত থেকে। “দ্বিতীয়ত, দুই দেশের সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যমে।

এর মধ্যে মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করা হবে।“ তিনি বলেন “ভিয়েতনাম থেকেও চাল আনব। থাইল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে চাল আমদানি করা হবে।”

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সরকারের কেনা ভারতীয় চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার

আপডেট সময় : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

অর্থনৈতিক প্রতিবেদক: অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি উদ্যোগে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাল কেনার জন্য গত মাসে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে খাদ্য অধিদপ্তর। সেখানে অংশ নিয়ে ভারতীয় একটি কোম্পানি ৫০ হাজার টন চাল সরবরাহের কাজ পায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি টানিস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। “এটি বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের আমলে ভারত থেকে চালের প্রথম চালান। চাল আমদানির চুক্তিটি হয় গত ১১ নভেম্বর।” জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্র্বতী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা গতি হারায়।

তবে ভারত থেকে ‘নানা কারণে’ চালসহ জরুরি পণ্যের আমদানি অব্যাহত রাখতে চায় অধ্যাপক ইউনূস নেতৃত্বাধীন সরকার। গত ৮ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “আমরা প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে মূলত ভারত থেকে। “দ্বিতীয়ত, দুই দেশের সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যমে।

এর মধ্যে মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করা হবে।“ তিনি বলেন “ভিয়েতনাম থেকেও চাল আনব। থাইল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে চাল আমদানি করা হবে।”