নিজস্ব প্রতিবেদক: বর্তমান অন্তর্বর্তী সরকার কীভাবে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তা ঠিক করার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। বর্তমান সরকার যে যাবে, তারা যে কাজকর্মগুলো করেছে, আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কি না? এই বিষয়গুলো এখনো সামনে রয়ে গেছে।
বুধবার (৩০ জুলাই) ‘ডেমোক্রেসি ডায়াস’ নামের একটি সংগঠন আয়োজিত সেমিনারে এ কথা বলেন দেবপ্রিয়। তিনি বলেন, এই সরকার কী পদ্ধতিতে যাবে, সেটা এখন স্পষ্ট করা জরুরি। রাজনৈতিক ব্যবস্থা, সরকার গঠন, সংবিধান সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা চললেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আগামী নির্বাচন কীভাবে হবে তা নিয়েও দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে। বিএনপি প্রচলিত সরাসরি নির্বাচন পদ্ধতির পক্ষে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবি করছে।
দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তাও চিন্তা করতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া। যতটুকু না করলেই নয়, ততোটুক সংস্কার (নির্বাচনের আগে) করা উচিত। বিভিন্ন সময়ে ২৬টি দেশে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে সেমিনারে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ‘ডেমোক্রেসি ডায়াস’ এর চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।