ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সরকারি হাসপাতাল থেকে পাচারের সময় ওষুধ জব্দ

  • আপডেট সময় : ০৬:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাচার করার সময় এক হাজার ১৯০টি সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে ওষুধগুলো আটক করেন। পরে শোরগোল শুরু হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে ওষুধগুলো জব্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক হাসপাতালের স্টোরের কিছু ওষুধ শপিং ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন। ওষুধের ব্যাগ নিয়ে গেটের সামনে এলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ব্যাগে কী আছে জানতে চাইলে ওই যুবক ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ওষুধের ব্যাগ নিয়ে ঘটনাস্থলে শোরগোল শুরু হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওষুধগুলো জব্দ করে নিয়ে যায়। পুলিশের জব্দ তালিকায় ৪০ পাতায় ৪০০ পিস ওমিপ্রাজল, ১০ পাতায় ১০০ পিস এজিথ্রোমাইসিন, ১০ পাতায় ১০০ পিস কিটোরোলাক, ৮ পাতায় ৮০ পিস এমোক্সিসিলিন, ১৫ পাতায় ১৫০ পিস ক্লোরুমিন, প্রেক্সোপেনাডিন ১১ পাতায় ১১০ পিস, মেট্রোনিডাজল ১০ পাতায় ১০০ পিস, প্যারাসিটামলের ৫০ পাতায় ১৫০ পিস ও এন্টিসেভটিভ হ্যান্ডরাব সলোশন ৫০০ মিলিগ্রামের এক বোতল রয়েছে। এলাকাবাসী জানান, প্রায় ১১ বছর ধরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের দায়িত্বে আছেন মো. শাহজাহান মিয়া। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। রাতে অভিযুক্ত শাহজাহানের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে বার বার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। তবে ঘটনা খতিয়ে দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানিয়েছেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সরকারি হাসপাতাল থেকে পাচারের সময় ওষুধ জব্দ

আপডেট সময় : ০৬:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাচার করার সময় এক হাজার ১৯০টি সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে ওষুধগুলো আটক করেন। পরে শোরগোল শুরু হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে ওষুধগুলো জব্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক হাসপাতালের স্টোরের কিছু ওষুধ শপিং ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন। ওষুধের ব্যাগ নিয়ে গেটের সামনে এলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ব্যাগে কী আছে জানতে চাইলে ওই যুবক ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ওষুধের ব্যাগ নিয়ে ঘটনাস্থলে শোরগোল শুরু হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওষুধগুলো জব্দ করে নিয়ে যায়। পুলিশের জব্দ তালিকায় ৪০ পাতায় ৪০০ পিস ওমিপ্রাজল, ১০ পাতায় ১০০ পিস এজিথ্রোমাইসিন, ১০ পাতায় ১০০ পিস কিটোরোলাক, ৮ পাতায় ৮০ পিস এমোক্সিসিলিন, ১৫ পাতায় ১৫০ পিস ক্লোরুমিন, প্রেক্সোপেনাডিন ১১ পাতায় ১১০ পিস, মেট্রোনিডাজল ১০ পাতায় ১০০ পিস, প্যারাসিটামলের ৫০ পাতায় ১৫০ পিস ও এন্টিসেভটিভ হ্যান্ডরাব সলোশন ৫০০ মিলিগ্রামের এক বোতল রয়েছে। এলাকাবাসী জানান, প্রায় ১১ বছর ধরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের দায়িত্বে আছেন মো. শাহজাহান মিয়া। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। রাতে অভিযুক্ত শাহজাহানের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে বার বার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। তবে ঘটনা খতিয়ে দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানিয়েছেন।