ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ১০০, বেসরকারিতে ৩০০ টাকা

  • আপডেট সময় : ০১:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আক্রান্ত রোগী ও মৃত্যু বেড়ে চলার মধ্যে সরকারি-বেসরকারি চিকিৎসা কেন্দ্রে মশাবাহিত রোগ ডেঙ্গু নির্ণয় এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে ১০০ টাকা আর বেসরকারি হাসপাতালে ৩০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।
ঢাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে এক সভা শেষে রবিবার দুপুরে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। নির্ধারণ করে ফির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।’ ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে সেসময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা চালু করা হয়। নতুন নির্দেশনার ফলে এখন থেকে সরকারি হাসপাতালে এনএস-১ পরীক্ষার ১০০ টাকায় আর সিবিসি পরীক্ষা ২৫০ টাকায় করতে হবে। এছাড়া আইজিএমের জন্য নেওয়া হবে ২৫০ টাকা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ১০০, বেসরকারিতে ৩০০ টাকা

আপডেট সময় : ০১:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : আক্রান্ত রোগী ও মৃত্যু বেড়ে চলার মধ্যে সরকারি-বেসরকারি চিকিৎসা কেন্দ্রে মশাবাহিত রোগ ডেঙ্গু নির্ণয় এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে ১০০ টাকা আর বেসরকারি হাসপাতালে ৩০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।
ঢাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে এক সভা শেষে রবিবার দুপুরে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। নির্ধারণ করে ফির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।’ ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে সেসময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা চালু করা হয়। নতুন নির্দেশনার ফলে এখন থেকে সরকারি হাসপাতালে এনএস-১ পরীক্ষার ১০০ টাকায় আর সিবিসি পরীক্ষা ২৫০ টাকায় করতে হবে। এছাড়া আইজিএমের জন্য নেওয়া হবে ২৫০ টাকা।