প্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের তৈরি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম বৈঠক এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। গত সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি-ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এই সফটওয়্যার উন্মুক্ত করার ফলে যেকোনও ব্যবহারকারী (ব্যক্তি/প্রতিষ্ঠান) চাইলে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবে। প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য প্রতিদিন খরচ হবে ৫০ টাকা।
ব্যবহারকারী কম খরচে যেকোনও সভা, ক্লাস, সেমিনার, ওয়েবিনার ইত্যাদি নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিকমানের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মতো রেকর্ডিং, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারিং, স্যোশাল মিডিয়া স্ট্রিমিং, ওয়েটিং লবি ফিচারসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার ব্যবহার করতে পারবেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময়ে সরকারের কার্যক্রমকে গতিশীল রাখতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট’র নিজস্ব জনবল দিয়ে এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ‘বৈঠক’-এ অনুষ্ঠিত সব ধরনের সভার তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা হয়।
‘বৈঠক’র সাবক্রিপশনের জন্য ক্লিক করতে হবে যঃঃঢ়ং://াপ.নপপ.মড়া.নফ/ সাইটে। বিস্তারিত জানা যাবে ঃরহুঁৎষ.পড়স/নড়রঃযড়শঝঁনং সাইটে গিয়ে।