ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

সরকারি প্রতিটি পয়সা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় : সেতু সচিব

  • আপডেট সময় : ০৩:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেছেন, সরকারি সম্পদ জনগণের আমানত। প্রতিটি পয়সা যেন যথাযথ বিধিবিধান মেনে খরচ হয় এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সেবা গ্রহণে জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পদ্মা সেতুর সাইট অফিসে আয়োজিত ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন অডিট অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন। প্রশিক্ষণে অংশ নেন সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা সেতু সাইট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সেতু সচিব আরো বলেন, অডিট আপত্তি নিষ্পত্তিতে যথাযথ সরকারি সার্কুলার অনুসরণ করে জবাব প্রস্তুত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি প্রতিটি পয়সা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় : সেতু সচিব

আপডেট সময় : ০৩:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেছেন, সরকারি সম্পদ জনগণের আমানত। প্রতিটি পয়সা যেন যথাযথ বিধিবিধান মেনে খরচ হয় এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সেবা গ্রহণে জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পদ্মা সেতুর সাইট অফিসে আয়োজিত ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন অডিট অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন। প্রশিক্ষণে অংশ নেন সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা সেতু সাইট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সেতু সচিব আরো বলেন, অডিট আপত্তি নিষ্পত্তিতে যথাযথ সরকারি সার্কুলার অনুসরণ করে জবাব প্রস্তুত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

এসি/