ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

সরকারি খাতে বিদেশি ঋণ বেড়েছে ৩.৩৯ বিলিয়ন ডলার

  • আপডেট সময় : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক:. ২০২৪ সালে দেশের সরকারি বিদেশি ঋণ ৩.৩৯ বিলিয়ন ডলার বেড়েছে। এই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহু পক্ষীয় উন্নয়ন অংশীদারদের কাছ থেকে দীর্ঘমেয়াদি ঋণের কিস্তি পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের ডিসেম্বরের শেষে সরকারের বকেয়া বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১০৩.৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে অন্তত ৮৪ বিলিয়ন ডলার দীর্ঘমেয়াদি ঋণ। এ ছাড়া বেসরকারি বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১৯.৪২ বিলিয়ন ডলার। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে বকেয়া বিদেশি ঋণ কমেছে ৭৩৬ মিলিয়ন ডলার।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আমরা গত এক বছরে বিশ্বব্যাংক থেকে বাজেট সহায়তা তহবিল পেয়েছি। এর মধ্যে শুধু ডিসেম্বরেই পেয়েছি প্রায় ৫০০ মিলিয়ন ডলার। এ ছাড়া আইএমএফ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকেও আমরা দীর্ঘমেয়াদি ঋণ পেয়েছি। ফলে আমাদের পাবলিক সেক্টরে (সরকারি খাত) ঋণ বেড়েছে।
অনেক অপ্রয়োজনীয় প্রকল্পে বিগত আওয়ামী লীগ সরকারের বিদেশি ঋণ নেওয়ার সমালোচনা করে এই অর্থনীতিবিদ বলেন, কাঁচামালের জোগান নিশ্চিত না করেই রূপসা বিদ্যুৎকেন্দ্রের মতো প্রজেক্ট নেওয়া হয়েছে। আবার অর্থনীতিতে কী পরিমাণ প্রোডাক্টিভিটি (উৎপাদনশীলতা) যোগ করবে, তা ঠিকমতো মূল্যায়ন না করে কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে। এগুলো আমাদের জন্য বোঝা। কারণ বিদেশি ঋণ নিয়ে প্রকল্প করার সময়ে ওই প্রকল্প থেকে রিটার্ন রেট, ঋণের সুদহার থেকে বেশি হতে হয়। বিগত সরকার এগুলো বিবেচনায় নেয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে সরকারি খাতে ঋণ বেড়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার। এর বিপরীতে বেসরকারি খাতের ঋণ ১.৫ বিলিয়ন ডলার কমে গেছে।
বেসরকারি খাতে বিদেশি ঋণ কেন কমছে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, বেসরকারি খাতের স্বল্পমেয়াদি ঋণ বেশি কমেছে। এর একটি কারণ ২০২৩ সালে ডলার বাজারের অস্থিতিশীলতা। এ ছাড়া আগস্টে সরকার পরিবর্তনের পর ব্যবসায়ীদের মধ্যে আস্থার ঘাটতি ঋণ কমার একটি বড় কারণ। ২০২৪ সালে বেসরকারি খাত যে পরিমাণ নতুন ঋণ পেয়েছে, তারচেয়ে বেশি রিপেমেন্ট করেছে। বেসরকারি খাতে আস্থা পুরোপুরি ফিরেছে, এটা বলা যাবে না। তবে গত বছরের আগস্টের তুলনায় এখন আস্থাহীনতা কিছতা হলেও কমেছে। তবে যেসব কারণে বেসরকারি খাতে ঋণ কমেছে, সেগুলোকে ভালো বলা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে ২০২৪ সালে বেসরকারি খাত ১.৭৬ বিলিয়ন ডলার মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ পেয়েছে। এর বিপরীতে মূলধন, সুদ ও কমিশনসহ মোট ২.২৫ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে। বেসরকারি খাতে বিদেশি ঋণের চাহিদা খুব বেশি কমেনি মন্তব্য করে জাহিদ হোসেন আরও বলেন, ব্যাংকিং খাতের দুর্বলতা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কান্ট্রি রেটিং কমিয়ে দেওয়া, বিদেশী পেমেন্ট সময়মতো না করাসহ অনেক কারণে বিদেশী ঋণের সরবরাহ আগের তুলনায় কমে গেছে। ফলে বেসরকারি খাতে চাহিদা থাকলেও তারা সবসময় পর্যাপ্ত লোন পাচ্ছে না।
কেন্দ্রীয় ব্যাংকের একজন নীতিনির্ধারণী কর্মকর্তা বলেন, বিদেশি যেসব ঋণ নেওয়া হয়েছে, তার বড় অংশই দীর্ঘমেয়াদি হওয়ার কারণে এসব পরিশোধের চাপ কম। এসব ঋণের সুদহারও কম থাকে। তবে বিনিময় হার ওঠানামার বোঝা নিতে হচ্ছে। ‘বিগত আওয়ামী লীগ সরকার এসব ঋণের যথাযথ ব্যবহার করলে এখন আমাদের এত বেশি সংকট হতো না। অনেক উন্নত দেশও বিদেশি ঋণ নিয়ে থাকে উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় আমাদের বিদেশি ঋণ-জিডিপি অনুপাত খুব বেশি নয়। আমরা বিদেশ থেকে ঋণ নিয়ে কীভাবে সেটা ব্যবহার করতে পারছি, এটাই গুরুত্বপূর্ণ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খালেদা জিয়া সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ: দুদু

সরকারি খাতে বিদেশি ঋণ বেড়েছে ৩.৩৯ বিলিয়ন ডলার

আপডেট সময় : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

অর্থনৈতিক ডেস্ক:. ২০২৪ সালে দেশের সরকারি বিদেশি ঋণ ৩.৩৯ বিলিয়ন ডলার বেড়েছে। এই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহু পক্ষীয় উন্নয়ন অংশীদারদের কাছ থেকে দীর্ঘমেয়াদি ঋণের কিস্তি পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের ডিসেম্বরের শেষে সরকারের বকেয়া বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১০৩.৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে অন্তত ৮৪ বিলিয়ন ডলার দীর্ঘমেয়াদি ঋণ। এ ছাড়া বেসরকারি বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১৯.৪২ বিলিয়ন ডলার। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে বকেয়া বিদেশি ঋণ কমেছে ৭৩৬ মিলিয়ন ডলার।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আমরা গত এক বছরে বিশ্বব্যাংক থেকে বাজেট সহায়তা তহবিল পেয়েছি। এর মধ্যে শুধু ডিসেম্বরেই পেয়েছি প্রায় ৫০০ মিলিয়ন ডলার। এ ছাড়া আইএমএফ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকেও আমরা দীর্ঘমেয়াদি ঋণ পেয়েছি। ফলে আমাদের পাবলিক সেক্টরে (সরকারি খাত) ঋণ বেড়েছে।
অনেক অপ্রয়োজনীয় প্রকল্পে বিগত আওয়ামী লীগ সরকারের বিদেশি ঋণ নেওয়ার সমালোচনা করে এই অর্থনীতিবিদ বলেন, কাঁচামালের জোগান নিশ্চিত না করেই রূপসা বিদ্যুৎকেন্দ্রের মতো প্রজেক্ট নেওয়া হয়েছে। আবার অর্থনীতিতে কী পরিমাণ প্রোডাক্টিভিটি (উৎপাদনশীলতা) যোগ করবে, তা ঠিকমতো মূল্যায়ন না করে কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে। এগুলো আমাদের জন্য বোঝা। কারণ বিদেশি ঋণ নিয়ে প্রকল্প করার সময়ে ওই প্রকল্প থেকে রিটার্ন রেট, ঋণের সুদহার থেকে বেশি হতে হয়। বিগত সরকার এগুলো বিবেচনায় নেয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে সরকারি খাতে ঋণ বেড়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার। এর বিপরীতে বেসরকারি খাতের ঋণ ১.৫ বিলিয়ন ডলার কমে গেছে।
বেসরকারি খাতে বিদেশি ঋণ কেন কমছে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, বেসরকারি খাতের স্বল্পমেয়াদি ঋণ বেশি কমেছে। এর একটি কারণ ২০২৩ সালে ডলার বাজারের অস্থিতিশীলতা। এ ছাড়া আগস্টে সরকার পরিবর্তনের পর ব্যবসায়ীদের মধ্যে আস্থার ঘাটতি ঋণ কমার একটি বড় কারণ। ২০২৪ সালে বেসরকারি খাত যে পরিমাণ নতুন ঋণ পেয়েছে, তারচেয়ে বেশি রিপেমেন্ট করেছে। বেসরকারি খাতে আস্থা পুরোপুরি ফিরেছে, এটা বলা যাবে না। তবে গত বছরের আগস্টের তুলনায় এখন আস্থাহীনতা কিছতা হলেও কমেছে। তবে যেসব কারণে বেসরকারি খাতে ঋণ কমেছে, সেগুলোকে ভালো বলা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে ২০২৪ সালে বেসরকারি খাত ১.৭৬ বিলিয়ন ডলার মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ পেয়েছে। এর বিপরীতে মূলধন, সুদ ও কমিশনসহ মোট ২.২৫ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে। বেসরকারি খাতে বিদেশি ঋণের চাহিদা খুব বেশি কমেনি মন্তব্য করে জাহিদ হোসেন আরও বলেন, ব্যাংকিং খাতের দুর্বলতা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কান্ট্রি রেটিং কমিয়ে দেওয়া, বিদেশী পেমেন্ট সময়মতো না করাসহ অনেক কারণে বিদেশী ঋণের সরবরাহ আগের তুলনায় কমে গেছে। ফলে বেসরকারি খাতে চাহিদা থাকলেও তারা সবসময় পর্যাপ্ত লোন পাচ্ছে না।
কেন্দ্রীয় ব্যাংকের একজন নীতিনির্ধারণী কর্মকর্তা বলেন, বিদেশি যেসব ঋণ নেওয়া হয়েছে, তার বড় অংশই দীর্ঘমেয়াদি হওয়ার কারণে এসব পরিশোধের চাপ কম। এসব ঋণের সুদহারও কম থাকে। তবে বিনিময় হার ওঠানামার বোঝা নিতে হচ্ছে। ‘বিগত আওয়ামী লীগ সরকার এসব ঋণের যথাযথ ব্যবহার করলে এখন আমাদের এত বেশি সংকট হতো না। অনেক উন্নত দেশও বিদেশি ঋণ নিয়ে থাকে উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় আমাদের বিদেশি ঋণ-জিডিপি অনুপাত খুব বেশি নয়। আমরা বিদেশ থেকে ঋণ নিয়ে কীভাবে সেটা ব্যবহার করতে পারছি, এটাই গুরুত্বপূর্ণ।