নিজস্ব প্রতিবেদক: কোম্পানিগুলোর একতরফা সিদ্ধান্তে বাজার থেকে বাড়তি দামে ভোজ্যতেল কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা। তবে এ সিদ্ধান্ত অনুমোদনহীন ও অন্যায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভোজ্যতেল ব্যবসায়ীদের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। আমি আধা ঘণ্টা আগে এই তথ্য জেনেছি। দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকরা এক জোট হয়ে এ দাম বাড়িয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবো। কী সিদ্ধান্ত নিই; সেটি আপনারা দেখবেন।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিল মালিকদের একতরফা এভাবে সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি সরকার ভালোভাবে নেয়নি।’
এসি/আপ্র/০৩/১২/২০২৫






















